কলকাতা, ২৪ ডিসেম্বর: প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি (Higher Secondary Exam 2021)। আগামী বছর ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে লেখা পরীক্ষা। আজই সূচি ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷করোনাভাইরাস মহামারীর কারণে প্র্যাকটিক্যাল পরীক্ষার নিয়ে স্কুলগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে৷ সংসদের নির্দেশে বলা হয়েছে, স্কুলগুলিকে নিজ নিজ দায়িত্বে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে এবং ২০ এপ্রিলের মধ্যে নম্বর জমা দিতে হবে সংসদে। প্রতিদিন একটি করে পত্রের লেখা পরীক্ষা হবে। পরীক্ষার সময় সকাল ১০টা থেকে বেলা ১টা ১৫ মিনিট (৩ ঘণ্টা ১৫ মিনিট)। নির্দিষ্ট কয়েকটি পরীক্ষার সময়সীমা ২ ঘণ্টা।
সংসদ জানিয়েছে, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা হবে ১৫ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। সেই দিনক্ষণও এ দিন প্রকাশিত হয়েছে।
এক নজরে উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি: এখানে ক্লিক করে দেখে নিন পরীক্ষার বিস্তারিত সূচি ও ডাউনলোড করে নিন।
- ১৫ জুন মঙ্গলবার-বাংলা (A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাতি ও পাঞ্জাবি
- ১৭ জুন বৃহস্পতিবার-ইংরজি (B), বাংলা (B), নেপালি (B), হিন্দি (B), অলটারনেটিভ ইংরেজি
- ১৮ জুন শুক্রবার-হেল্থ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি ও অন্য ভোকেশনাল বিষয়
- ১৯ জুন শনিবার-বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিস, পলিটিক্যাল সায়েন্স
- ২১ জুন সোমবার-ম্যাথামেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস
- ২২ জুন মঙ্গলবার- কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, শরীর ও স্বাস্থ্য শিক্ষা, মিউজিক, ভিজুয়্যাল আর্টস
- ২৪ জুন বৃহস্পতিবার-কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, দর্শন, সোশিওলজি
- ২৬ জুন শনিবার-ফিজিক্স, নিউট্রিশন, ইডুকেশন, অ্যাকাউনট্যান্সি
- ২৮ জুন সোমবার-কেমিস্ট্রি, ইকোনমিকস, জার্নালিজম ও মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক ও ফ্রেঞ্চ
- ৩০ জুন বুধবার-স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্স, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট