প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মগরাহাট, ২৯ জুলাইঃ পঞ্চায়েত ভোটের (WB Panchayat Elections 2023) হিংসা এখনও অব্যাহত। ভোটের ফল ঘোষণার প্রায় ১৭ দিনের মাথায় খুন হলেন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়ী তৃণমূলের (TMC) প্রার্থী। রাজ্যে এখনও বহাল কেন্দ্রীয় বাহিনী। সেই ফাঁক গলে ভোট পরিবর্তী হিংসার শিকার হলেন মগরাহাট (Magrahat) পূর্ব গ্রাম পঞ্চায়েতের তিনবারের জয়ী মৈমুর ঘরামি (৪০)। শাসক দলের জয়ী পঞ্চায়েত সদস্য খুনের ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে মৈমুরকে গুলি করে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলেই খবর। তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তাঁরই প্রতিবেশী শাজাহান মোল্লা নামে এক ব্যক্তি। ঘটনার ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তেজিত এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন মৈমুর। আর সেই সময়েই তাঁকে ঘিরে ধরেন একদল দুষ্কৃতি। তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছড়েন তাঁরা। মৈমুর পালিয়ে যাওয়ার চেষ্টা করতে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে দুষ্কৃতিরা। পঞ্চায়েত সদস্যের কাতর চিৎকারের আওয়াজে তাঁকে বাঁচাতে ছুটে আসেন তাঁরই প্রতিবেশী শাজাহান মোল্লা। কিন্তু শাজাহানকে উদ্দেশ করেও গুলি চালায় দুষ্কৃতিরা।

গুলিতে আহত হন তিনি। এরপর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা।

গভীর রাতে গুলির শব্দে একে একে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে তাঁরা নিয়ে যায় মগরাহাট ব্লক হাসপাতালে। কিন্তু মৈমুর অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে ডায়ামন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়ী তৃণমূলের প্রার্থী মৈমুর ঘরামির। এই খুনের ঘটনার পিছনে কোন রাজনৈতিক কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবারের এসডিপিও।