24th Natya Mela started (Photo Credit: X@@airnews_kolkata)

পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির উদ্যোগে রবীন্দ্রসদনে শুরু হল ২৪ তম নাট্যমেলা (WB Natya Mela 2025)। বুধবার থেকে শুরু হওয়া এই নাট্যমেলা চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারপারসন দেবশঙ্কর হালদার, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, হর ভট্টাচার্য, নাট্য অ্যাকাডেমির সচিব, অর্পিতা ঘোষ-সহ বিশিষ্টরা।

এদিন নাট্যমেলার উদ্বোধনের পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সম্পাদিত ‘সাধারণ বঙ্গ রঙ্গালয়ের সার্ধশত বর্ষ’ বইটি প্রকাশিত হয়। দুটি খণ্ডে প্রকাশিত এই বইতে ৭১ জন লেখক লিখেছেন।এদিন ব্রাত্য বসু বলেন, তথ্য সংস্কৃতি বিভাগ এ বছর ৭৫ লক্ষ টাকা ব্যয় করে এই নাট্যমেলা করছে। এর আগে জাতীয় নাট্য উৎসবে খরচ করেছিল ৮০ লাখ। মোট ১.৫ কোটি টাকা এক বছরে রাজ্য খরচ করেছে থিয়েটারের জন্য। এই জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। শিক্ষামন্ত্রী স্পষ্টই দাবি করেন, অন্য কোনও রাজ্যে কোনও সরকার এত টাকা ব্যয়ে করেনি থিয়েটারের জন্য ।