কলকাতা: কোচবিহারের দিনহাটায় দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে ছিলেন স্থানীয় সাংসদ নীতিশ প্রামাণিক। সেই সময় তাঁর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা এই হামলায় জড়িত বলে অভিযোগ। শনিবার এই বিষয়ে রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ করেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুলিশের সামনে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর উপর হামলার ঘটনা এটা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের জনগণের অবস্থাটা আসলে কী। কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া । আর কোচবিহারের পুলিশ সুপারকে অবিলম্বে বরখাস্ত করা উচিত। ব্যবস্থা নেওয়া দরকার ডিজিপি-র বিরুদ্ধেও।
The attack on a MoS in the Home Ministry in thরখাাe presence of Police has told people about the condition of common people in West Bengal. Central Govt should take action & SP Cooch Behar should be immediately sacked. Action should also be taken against DGP: WB LoP Suvendu Adhikari https://t.co/xn6TLHqwsZ pic.twitter.com/vHQbzWuHuv
— ANI (@ANI) February 25, 2023