কলকাতা, ৯ অক্টোবর: ভবানীপুর (Bhabanipur), জঙ্গিপুর, সামসেরগঞ্জের পর এবার দিনহাটা, খড়দহ, শান্তিপুর এবং গোসাবায় নির্বাচন৷ আগামী ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গের এই ৪ কেন্দ্রে উপনির্বাচন৷ সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ পুজোর পর অর্থাৎ আগামী ৩০ অক্টোবর উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) কোন নেতারা প্রচার করবেন, তার তালিকা প্রায় স্থির৷ তৃণমূল নেতৃত্বের সঙ্গে জোড়াফুল শিবিরের তারকা প্রচারকদের তালিকাও স্থির করেছেন নেতৃত্ব৷ তবে সেই তালিকা থেকে বাদ পড়ল নুসরত জাহান এবং বাবুল সুপ্রিয়র নাম (Babul Supriyo)৷
সূত্রের খবর, ৩০ অক্টোবর যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন, সেখানে রাজ চক্রবর্তী (Raj Chakraborty), সায়নী ঘোষ, মিমি চক্রবর্তীদের (Mimi Chakraborty) মতো তারকাদের দিয়ে প্রচার করাবে তৃণমূল কংগ্রেস৷ তবে সেখানে নেই সাংসদ নুসরত জাহানের নাম৷ সদ্য মা হয়েছেন নুসরত (Nusrat Jahan)৷ তাই হয়ত প্রচারের কাজে তাঁকে রাখা হচ্ছে না৷ এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ৷
আরও পড়ুন: Aryan Khan Drug Case: জেলেই থাকছেন আরিয়ান, ফের জামিন নাকচ শাহরুখ পুত্রের
তবে বাবুল সুপ্রিয়র নাম কেন আসন্ন ৪ কেন্দ্রের উপনির্বাচনে রাখা হচ্ছে না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সঙ্গে বাবুলের সখ্যতার কথা প্রায় সর্বজনবিদিত৷ ফলে ওই কেন্দ্রে প্রচারের তালিকায় তাঁর নাম রাখা হয়নি৷ তবে ৩০ অক্টোবর যে কেন্দ্রগুলিতে উপনির্বাচন রয়েছে, তারকা প্রচারক হিসেবে সেখানে কেন বাবুল সুপ্রিয়র নাম রাখা হয়নি, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি বাবুল সুপ্রিয়র তরফেও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত৷