Aryan Khan Drug Case: জেলেই থাকছেন আরিয়ান, ফের জামিন নাকচ শাহরুখ পুত্রের
ShahRukh With Aryan Khan (Photo Credit: File Photo)

মুম্বই, ৮ অক্টোবর: শুক্রবারও জামিন পেলেন না আরিয়ান খান (Aryan Khan)৷ মুম্বইয়ের (Mumbai) নগর দায়রা আদালতের তরফে শুক্রবার আরিয়ান খানের জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়৷ যা নিয়ে ফের এক প্রকার শোরগোল শুরু হয়৷

 

বৃহস্পতিবার মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতের তরফে আরিয়ান খান, আরবাজ শেঠ মার্চেন্ট, মুনমুন ধমেচাদের জামিনের আবেদন নাকচ করা হয়৷ এরপর শুক্রবার আরিয়ান খানদের মুম্বইয়ের (Mumbai) আর্থার জেলে নিয়ে আসা হয়৷ জানা যায়, ১৪ দিনের জেল হেফাজতের প্রথম ৩-৫ দিন আরিয়ান খানদের কোয়ারেন্টিনে থাকতে হবে৷

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: 'দিব্যা ভারতীর সঙ্গে নেশা করতাম, আরিয়ান ভুল করেনি', সুর চড়ালেন সলমনের 'বান্ধবী'

গত ৩ অক্টোবর গোয়াগামী (Goa) প্রমোদতরী থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খান, আরবাজ শেঠ মার্চেন্ট, মুনমুন ধমেচা সহ আরও কয়েকজনকে৷ যা নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা বলিউড৷ আরিয়ান খানের জামিনের জন্য নিয়োগ করা হয় দাপুটে আইনজীবী সতীশ মানশিন্ডেকে৷ ৩ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে যখন আরিয়ানদের গ্রেফতার  করা হয়, সেখানে ছিলেন ১৩০০ জন অতিথি৷ তাহলে বেছে বেছে কেন ৭ জনকে গ্রেফতার করা হল বলে কোর্টে সওয়াল করেন আরিয়ানের আইনজীবী৷

এমনকী, ৩ অক্টোবরের পার্টিতে গ্ল্যামার বাড়ানোর জন্য আরিয়ানকে আমন্ত্রণ জানানো হয়৷ তাঁর কাছে ওই প্রমোদতরীর কোনও টিকিট যেমন ছিল না৷ তেমনি ছিল না কোনও বোর্ডিং পাসও৷ ফলে আরিয়ান খান ওই প্রমোদতরীতে অতিথি হিসেবেই হাজির ছিলেন বলে জানানো হয়৷