মুম্বই, ৮ অক্টোবর: কম বয়সীরা কি মাদক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে না? আরিয়ানকে (Aryan Khan) বাড়িতে ফিরে যেতে দেওয়া হোক৷ দেহ ব্যবসা এবং মাদককে কখনও সমাজ থেকে বিচ্ছিন্ন করা যাবে না৷ এবার আরিয়ান খানের সমর্থনে মুখ খুললেন সলমন খানের (Salman Khan) প্রাক্তন বান্ধবী সোমি আলি (Somy Ali )৷
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শাহরুখ পুত্রের (Shah Rukh Khan Son) সমর্থনে একটি দীর্ঘ পোস্ট করেন পাকিস্তানি (Pakistan) অভিনেত্রী সোমি আলি৷ তিনি বলেন, কম বয়সে তিনিও গাঁজার নেশা করেছেন৷ দিব্যা ভারতীর (Divya Bharti) সঙ্গে বসে গাঁজার নেশা করেছেন 'আন্দোলন' নামে একটি ছবির শ্যুটিংয়ের সময়৷ যা নিয়ে তাঁর কোনও আফসোস নেই বলেও স্পষ্ট জানান সলমন খানের প্রাক্তন বান্ধবী৷
দেখুন কী লিখলেন সলমনের প্রাক্তন...
View this post on Instagram
আরিয়ানের মতো কম বয়সীকে নিয়ে যেভাবে পরীক্ষা নীরিক্ষা করা হচ্ছে, তা নিয়েও কার্যত চমকে উঠেছেন সোমি আলি৷ ধর্ষক এবং খুনিদের না ধরে কেন আরিয়ানদের মতো কম বয়সীদের ধরপাকড় করা হচ্ছে শুধুমাত্র মাদক সেবনের জন্য, তা নিয়েও প্রশ্ন তোলেন সোমি আলি৷
এসবের পাশাপাশি সোমি আলি আরও বলেন, ১৯৭১ সাল থেকে মাদকের সঙ্গে যুদ্ধ করছে আমেরিকা৷ বর্তমানে সে দেশে মাদক সেবন কোনও অপরাধ নয় বলেই ধরা হয়৷ ফলে আরিয়ানের জন্য শাহরুখ খান এবং গৌরী খানের পাশে দাঁড়িয়েছেন সোমি আলি৷ আরিয়ান কোনও অপরাধ করেননি৷ তাই তাঁকে যেন মুক্ত করা হয় বলেও আশা প্রকাশ করেন সলমন খানের প্রাক্তন বান্ধবী৷
প্রসঙ্গত আর্থার জেলে ৩-৫ দিন আরিয়ান খানদের কোয়েরেন্টিনে থাকতে হবে বলে শুক্রবার জানানো হয়৷