লখনউ, ৮ অক্টোবর: লাখিমপুর খেরি (Lakhimpur Kheri Violence) মামলায় থানায় হাজির হননি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র৷ শুক্রবার সকাল ১০টার মধ্যে থানায় হাজিরা দেওয়া কথা ছিল আশিস মিশ্রর৷ পুলিশের (Police) নোটিশ পাওয়া সত্ত্বেও থানায় আসেননি আশিস৷ যা নিয়ে জোর শোরগোল শুরু হলে, এবার অজয় মিশ্রর ভিটেবাড়িতে বাড়িতে দ্বিতীয় নোটিশ দিল উত্তরপ্রদেশ পুলিশ৷ ৯ অক্টোবর সকাল ১১টার আগে আশিস মিশ্রকে থানায় হাজিরা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে ওই নোটিশে৷
Uttar Pradesh Police pastes another notice outside the residence of Union Minister Ajay Kumar Mishra in Lakhimpur Kheri, asking his son Ashish Mishra to appear before it on 9th October, 11am, in connection with the violence pic.twitter.com/WrdDq1nEmK
— ANI UP (@ANINewsUP) October 8, 2021
এদিকে লাখিমপুর খেরির ঘটনার পর বিষয়টি নিয়ে মুখ খোলেন উত্তরপ্রদেশের (UP) উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য৷ তিনি বলেন, লাখিমপুর খেরিতে যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক৷ বিষয়টি নিয়ে তদন্ত চলছে৷ অপরাধীরা কোনওভাবেই ছাড় পাবে না বলে জানান উপমুখ্যমন্ত্রী৷
লখনউয়ের আইনমন্ত্রী ব্রিজেশ পাঠক বলেন, লাখিমপুর খেরির ঘটনায় অভিযুক্তদের ছাড়বে না উত্তরপ্রদেশ সরকার৷ অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন উত্তরপ্রদেশের আইনমন্ত্রী৷