Lakhimpur Kheri Violence (Photo Credits: ANI)

লখনউ, ৮ অক্টোবর: লাখিমপুর খেরির (Lakhimpur Kheri Violence) ঘটনায় এবার কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর (Ajay Mishra) ছেলে আশিস মিশ্রকে সমন পাঠায় পুলিশ৷ ৩ অক্টোবর উত্তরপ্রদেশের (UP) লাখিমপুর খেরিতে কী হয়েছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ আশিস মিশ্রকে সমন পাঠায়৷

লাখিমপুর পুলিশের আইজি লক্ষ্মী সিং জানান, ৩ অক্টোবরের ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ শুক্রবার সকাল ১০টার মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও আশিস মিত্র থানায় হাজিরা দেননি বলে খবর৷ পাশাপাশি এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিংবা তাঁর ছেলের তরফে কোনও মন্তব্য করা হয়নি৷

আরও পড়ুন: Italy: সন্তানের 'কাস্টডি' নিয়ে স্বামীর সঙ্গে বিবাদ, ২ বছরের ছেলেকে খুন প্রাক্তন পর্ন তারকার

গত রবিবার রাতে লাখিমপুর খেরিতে কেন্দ্রীয় মন্ত্রী আজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর ছেলের গাড়ির ধাক্কায় ৮ জনের মৃত্যু হয় বলে অভিযোগ৷ ওই ঘটনার পর থেকেই গোটা দেশ জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়৷ কেন্দ্রীয় মন্ত্রীকে ইস্তফা দিতে হবে এবং আশিস মিশ্রকে গ্রেফতার করতে হবে, এই দাবিতে অনড় কংগ্রেস৷

এমনকী, যতক্ষণ না পর্যন্ত অজয় মিশ্র এবং আশিস মিত্রের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে, ততক্ষণ তিনি আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)৷