আসানসোল ও বালিগঞ্জ, ১২ এপ্রিল: আসানসোল ও বালিগঞ্জে শুরু হয়েছে লোকসভা কেন্দ্রে উপনির্বাচন (WB By-Elections 2022 Live)। আসানসোলে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বিজেপি আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পলকেই প্রার্থী করেছে। অন্যদিকে বালিগঞ্জে দলবদলু বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রার্থী কেয়া ঘোষ। এবং সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিম। বলাবাহুল্য, এই দুই কেন্দ্রেই প্রার্থী দিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েছে কংগ্রেসও।
-
-
- হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
- বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীর গাড়ি ভাঙচুর।
- বুথের ভিতরে পুলিশ থাকার অভিযোগ নস্যাৎ করল নির্বাচন কমিশন।
- ওয়েব কাস্টিং চলছে।
- বারাবনির ঘটনার পুনরাবৃ্ত্তি যেন না হয়, সতর্ক করল কমিশন।
- ওয়েব কাস্টিংয়ে আসানসোল ও বালিগঞ্জের ভোটকেন্দ্রের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ কমিশনের।
- প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
- রিগিংয়ের জন্য লোক জড়ো করা হচ্ছে, দাবি সায়রা শাহ হালিমের।
- মার্সিডিজ চালিয়ে বুথ পরিক্রমা বালিগঞ্জের তৃণমূল প্রার্থীর।
- খোশমেজাজে বাবুল সুপ্রিয়।
- রিপোর্ট চাইল কমিশন।
- বারাবানিতে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়ার নির্দেশ ছিল না।
- ঠিকঠাক ভোট হচ্ছে, বললেন শত্রুঘ্ন সিনহা।
- উন্নয়নের স্বার্থে মানুষকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি।
- তৃণমূলের বিরুদ্ধে কমিশনে নালিশ জানালেন কংগ্রেস প্রার্থী।
- বালিগঞ্জের কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরীকে ঘিরে ধাক্কাধাক্কি।
- বেনিয়াপুকুর বিদ্যাপীঠে বেআইনি জমায়েতের অভিযোগ।
- পাণ্ডবেশ্বরে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গাড়ি আটকাল পুলিশ।
- দেড়ঘণ্টা ধরে ঝাঁঝরায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সৌভিক আনোয়ারের নেতৃত্বে পুলিশি ঘেরাটোপে বিজেপি বিধায়ক।
- বারাবনিতে অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগে প্রিসাইডিং অফিসারকে সরানোর নির্দেশ কমিশনের।
- সংবাদ মাধ্যমকে আটকে দেওয়ার অভিযোগে পুলিশের দাবি, তাঁরা শুধু নির্দেশ মানছেন।
- সংবাদ মাধ্যম যেখানে খুশি যেতে পারে।
We are only following orders, not stopping you (media), they can go: Police pic.twitter.com/qOS2d29kYQ
— ANI (@ANI) April 12, 2022
- পশ্চিম বর্ধমানের জেলাশাসক মমতার হয়ে কাজ করছেন, বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার।
- উপনির্বাচনকে প্রভাবিত করছে পুলিশ, সংবাদ মাধ্যমে আটকে দিয়েছে।
-
West Bengal | "They (Police) are attempting to influence voting, attacking us, not allowing media, nor are they letting polling agents sit. DM has ordered that the press won't go with me... DM works for Mamata Banerjee," alleges BJP's Asansol candidate Agnimitra Paul pic.twitter.com/LOyIXWVyHh
— ANI (@ANI) April 12, 2022
- এই চাপান উতোরের মধ্যে সংবাদ মাধ্যকে ফ্রি মুভমেন্টের নির্দেশ কমিশনের।
- নির্বাচন চলাকালীন পুলিশ কমিশনের অধীনে, জবাবে বললেন কুণাল ঘোষ।
- মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুলিশ বারাবনিতে সংবাদ মাধ্যমের গাড়ি আটকেছে, দাবি সুকান্ত মজুমদারের।
- কোথাও কোনও ছাপ্পা ভোট হয়নি, অগ্নিমিত্রা পলের গাড়িতে হামলার ঘটনায় জানাল নির্বাচন কমিশন।
- জেলা শাসকের নির্দেশ, বারাবনিতে সংবাদ মাধ্যমের গাড়ি আটকাল পুলিশ।
- বেলা ১১টা পর্যন্ত বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট পড়ল ১৬ শতাংশ, আসানসোলে ২৭ শতাংশ।
- ভোটের দিন সিঙ্গারা, খাস্তা কচুরি দিয়ে প্রাতরাশ সারলেন খোশমেজাজে থাকা বাবুল সুপ্রিয়।
- ভোট দিলেন মীরা ভট্টাচার্য।
- অসুস্থতার কারণে এবারও ভোটদানে বিরত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
- বালিগঞ্জের সেন্ট লরেন্স স্কুলের বুথে পুলিশকে তাড়া করলেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।
- সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে বুথে ঢোকার চেষ্টা অগ্নিমিত্রা পলের।
- পুলিশ মারফত বিজেপি প্রার্থীকে সতর্ক করল নির্বাচন কমিশন।
- সকাল ৯ টা পর্যন্ত আসানসোলে ভোটদানের হার ১২.৭৭ শতাংশ।
- বালিগঞ্জে ভোট পড়ল ৮ শতাংশ।
- হাতেনাতে ধরলেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম।
- বালিগঞ্জের বিশপ কলেজের বুথে ভোটার কার্ড ছাড়াই ভোট দেওয়ার চেষ্টা মহিলার।
- 'বিজেপি ও সিপিআই(এম) আমার বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনবে বলে সন্দেহ করছি', বাবুল সুপ্রিয়।
- গতরাতে বালিগঞ্জের বেশ কয়েকটি বুথে ঢুকেছিলেন কেয়া ঘোষ, দাবি বাবুলের।
West Bengal | BJP candidate Keya Gosh entered a couple of booths last night, we approached the EC regarding that. I've been in touch with people on the ground. I suspect CPM & BJP will hurl allegations that I'm being trying to influence the voters: TMC leader Babul Supriyo pic.twitter.com/4vogGddhIv
— ANI (@ANI) April 12, 2022
West Bengal | Polling underway for bypoll to Ballygunge Assembly constituency pic.twitter.com/J5FN9GvSdG
— ANI (@ANI) April 12, 2022
-
- বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের গাড়িতে পাথরবৃষ্টি, রক্তাক্ত নিরাপত্তারক্ষী।
- পুলিশের সামনেই অগ্নিমিত্রাকে ধাক্কা, বারাবনির ১৭৫ নম্বর বুথে ধুন্ধুমার।
#WATCH | West Bengal: Violence breaks out in Asansol where bypoll voting to Lok Sabha seat is underway. Agnimitra Paul, who is BJP candidate for the seat alleges, "TMC people attacked us, hurled stones at our convoy. Police doing nothing... " pic.twitter.com/pdQGZWF57h
— ANI (@ANI) April 12, 2022
- বালিগঞ্জের সাউথপয়েন্ট স্কুলে বাবুল সুপ্রিয়কে ঢুকতে দিল না কেন্দ্রীয় বাহিনী।
- আসানসোলে পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন অগ্নিমিত্রা পল।
- বালিগঞ্জ কেন্দ্রে পাঠভবন স্কুলে উত্তেজনা।
- কলকাতা পুলিশের কর্মীদের বুথের ১০০ মিটারের বাইরে থাকার কথা। বিধি ভেঙে কেন তাঁরা বুথের ভিতরে? প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।
- সুব্রত মুখোপাধ্যায়কে সম্মান জানাতে গান গেয়ে ভোট চাইলেন বাবুল সুপ্রিয়।
- ভোট শুরুর আগেই বালিগঞ্জের অশোক হল স্কুলের বুথে উত্তেজনা।
- বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠল প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে।
- ‘রিম ঝিম ঝিম বৃষ্টি, আমার সারাদিন কীভাবে কেটে যায় শুধু তুমি তুমি তুমি তুমি করে’, লেডি ব্রেবোর্ন কলেজের বুথে গান গাইছেন বাবুল সুপ্রিয়।
- ভোটারের হাঁপানি রয়েছে। এই অজুহাতে বারাবনির আন্দিহায় ২৮৩/২৪৩ নম্বর বুথে একজনের হয়ে আরেকজনের ভোট দেওয়ার বড় অভিযোগ
- আসানসোলে বুথের বাইরে জড়ো হওয়া লোকজনকে তাড়া করলেন অগ্নিমিত্রা পল।