কলকাতা: রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন কংগ্রেস নেত্রী ও রাহুলের দিদি প্রিয়াঙ্কা গান্ধী (Congress Leader Priyanka Gandhi)। তাঁদের পরিবারের আত্মত্যাগের (sacrificed) জন্য ভারত স্বাধীন (Independence) হয়েছে বলে দাবি করেছেন। রবিবার রাতে এই বিষয়ে তাঁকে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Majumdar)।
এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমার মনে হয় প্রিয়াঙ্কা গান্ধী ভুল বলছেন। ভারতের স্বাধীনতার জন্য শুধুমাত্র একটি পরিবারই আত্মবলিদান দেয়নি। এর জন্য প্রচুর পরিবারের সদস্যরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ক্ষুদিরাম বসুও (Khudiram Bose) নিজের জীবন দিয়েছিলেন। যখন তাঁর বয়স ছিল মাত্র ১৮।" আরও পড়ুন: Agnimitra Paul Attacks Shatrughan Sinha: 'তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার ছক কষছেন শত্রুঘ্ন সিনহা', আসানসোলের সাংসদকে কটাক্ষ অগ্নিমিত্রা পালের
Kolkata, WB | I think she (Priyanka Gandhi) is wrong, it’s not only one family that sacrificed their lives for India’s Independence, there are many other families. Khudiram Bose also gave his life; he was just 18 years old: Sukanta Majumdar, BJP State President on Priyanka… pic.twitter.com/sbyPrCp2UD
— ANI (@ANI) March 26, 2023