কাঁথি, ২৭ মার্চ: ভোটাররা যেখানে ভোট (WB Assembly Elections 2021) দিতে চাইছেন, ভোট সেখানে পড়ছে না। এই অভিযোগ তুলে বিক্ষোভ শুরু হয়েছে পূর্বমেদিনীপুরের দক্ষিণ কাঁথির মাজনায়। সেখানকার ভোটারদের দাবি, যাতেই ভোট দেওয়া হোক না কেন ভোট পড়ছে বিজেপির প্রতীকে। তাই ভোটগ্রহণ কেন্দ্রেই ভোটদাতারা বিক্ষোভ শুরু করেন। বলা হয় সকাল তেকে যত ভোট পড়েছে সব বাতিল করে ফের ভোটগ্রহণ শুরু করতে হবে। তবে ভোটারদের এহেন অভিযোগ মানতে চাননি প্রিসাইডিং অফিসার। তিনি বলেছেন ভোটাররা ভিভিপ্যাট মেশিন দেখার পরেও এমন অভিযোগ করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোটকেন্দ্রের দরজা বন্ধ রাখা হয়েছে। ভোটকেন্দ্রে জড়ো হয়েছেন প্রচুর মানুষ। ইভিএমে কারচুপির ভোটারদের বিক্ষোভের জেরে ভোটদান আপাতত বন্ধ। আরও পড়ুন-WB Assembly Elections 2021: ভোট দিতে গিয়ে সমস্যায় পড়েছেন, অভিযোগ জানান এই নম্বরে
এদকে ভোটগ্রহণ বন্দ হলেও ভোট কেন্দ্রের ভিতরেই রয়েছেন ভোটকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা। এদিকে ১১ বছর পর ভোট দিতে সপরিবারে লাইনে দাঁড়ালেন ছত্রধর মাহাতো। প্রথম ২ ঘণ্টায় বাংলায় ভোট পড়েছে ৭.৭২ শতাংশ। ঘটনাটি ঘটেছে শালবনির ছোটতারা এলাকায়। অভিযোগ, এদিন তাঁকে জুতো নিয়ে মারতে তেড়ে যায় কিছু যুবক। তাঁদের পরনে ছিল ‘খেলা হবে’ টি শার্ট। অভিযোগ এদিন সুশান্ত ঘোষকে ধাক্কা মারা হয়। আক্রান্ত হন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। সুশান্ত ঘোষের গাড়ি ভাঙচুর করারও অভিযোগ ওঠে। সুশান্ত ঘোষ জানিয়েছেন, তিনি ভোট শেষ আজ বিকেলে কমিশনে লিখিতভাবে অভিযোগ জানাবেন। ইতিমধ্যেই পার্টির তরফে কমিশনের কাছে জানানো হয়েছে বলে খবর।