চলছে ভোট গ্রহণ(Photo Credits: Twitter)

কলকাতা, ২৭ মার্চ: রাজ্যে শুরু হয়ে গেছে মহারণ, বিধানসভা নির্বাচন (WB Assembly Elections 2021)। আজ প্রথম দফার ভোটগ্রহণ চলছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের ৩০টি কেন্দ্রে। মূলত রাজ্যের স্পর্শকাতর কেন্দ্রের তালিকায় রয়েছে এই কেন্দ্রগুলি। তাই পাঁচটি জেলায় সুষ্ঠুভাবে ভোটপর্ব যাতে মেটে সেজন্য প্রচেষ্টার ত্রুটি রাখেনি নির্বাচন কমিশন। সেজন্য প্রত্যেকটি কেন্দ্রে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ, নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় বাহিনী। করোনা পরিস্থিতে শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য আয়োজনের কোনও খামতি নেই। এর পরেও যদি ভোট দিতে গিয়ে কোনওরকম সমস্যার মুখে পড়তে হয়, তাহলে ফোন করে অভিযোগ জানানোর বিকল্প ব্যবস্থা করেছে কমিশন। আরও পড়ুন-West Bengal Weather Update: প্রথম দফার ভোটে তাপপ্রবাহের সতর্কতা, শুষ্ক গরমে নাকাল বঙ্গবাসী

সাধারণ পর্যবেক্ষকের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন:

বাঁকুড়া

১) রানিবাঁধ- গোবিন্দ মারুতি বোদকে (9730684666)

২) রাইপুর- সুহাস কৃষ্ণ দিওয়াসে (9822596967)

৩) শালতোড়া- কে এল বাচানি (9099996588)

৪) ছাতনা- ঊষা পারমার (9425408275)

পুরুলিয়া

১) বন্দোয়ান এবং মানবাজার- ঝনঞ্জয় হেমব্রম (9437147811)

২) বলরামপুর ও পুরুলিয়া- জ্যোতি কলস (9958052647)

৩) বাগমুন্ডি এবং জয়পুর- ইসরায়েল ওয়াতরে ইনগিটি (7005603837)

৪) কাশীপুর, পাড়া এবং রঘুনাথপুর- সঞ্জয় দুবে (8986915015)

পশ্চিম মেদিনীপুর

১) খড়গপুর- গোপাবন্ধু সতপথি (9437101022)

২) দাঁতন এবং কেশিয়ারি- সুশীল কুমার (9412050009)

৩) গড়বেতা এবং শালবনি- ড. রঞ্জিত কুমার সিনহা (8395889311)

৪) মেদিনীপুর- মহেন্দ্র কুমার প্রকাশ (8509952549)

পূর্ব মেদিনীপুর

১) পটাশপুর- জয় কৃষন আভির (9896088500)

২) এগরা- ড. জগদীশা কেজি (9448899126)

৩) ভগবানপুর- সুশীল খদেকার (9130023444)

৪) কাঁথি উত্তর এবং খেঁজুরি- অরুণ শেখরি (9872221702)

৫) কাঁথি দক্ষিণ এবং রামনগর- সঞ্জয় মীনা (8411866073)

ঝাড়গ্রাম

১) নয়াগ্রাম- এম জি রাজামণিকরন (9446959894)

২) গোপীবল্লভপুর এবং ঝাড়গ্রাম- এস সত্যনারায়ন (8096862999)

৩) বিনপুর- কে এস কান্দাস্বামী (9677021178)

পুলিশ পর্যবেক্ষককে অভিযোগ জানাতে হলে ফোন করুন:

পূর্ব মেদিনীপুর

১) পটাশপুর, এগরা,ভগবানপুর, কাঁথি উত্তর, খেঁজুরি, কাঁথি দক্ষিণ এবং রামনগর- মধুকর পাণ্ডে (9833330666)

ঝাড়গ্রাম

১) নয়াগ্রাম. গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এবং বিনপুর- শশীপ্রভা দ্বিবেদী (9592912018)

পশ্চিম মেদিনীপুর

১) খড়গপুর, দাঁতন এবং কেশিয়ারি- টি কান্দাস্বামী (8509961083)

২) গড়বেতা, শালবনি এবং মেদিনীপুর- জি আখেত সেমা (8119891342)

পুরুলিয়া

১) বন্দোয়ান, মানবাজার, বলরামপুর ও পুরুলিয়া- চঞ্চল শেখর (8800611677)

২) বাগমুন্ডি , কাশীপুর, পাড়া, রঘুনাথপুরএবং জয়পুর- সঞ্জীব কুমার নরজারি (9672700111)

বাঁকুড়া

১) রানিবাঁধ, রাইপুর, শালতোড়া, ছাতনা- জিতেন্দ্র মিশ্র (9931845951)

এছাড়াও যেকোনও সমস্যার জন্য নির্বাচন কমিশনের Help line নাম্বার 1950 তে ফোন করতে পারেন। এছাড়াও ভোটাররা নির্বাচন কমিশনের https://cvigil.eci.gov.in/ অভিযোগ ওয়েবসাইটেও জানাতে পারেন।