আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) যুবতী চিকিৎসককে ধর্ষণের পর নৃশংস খুনের ঘটনায় রাজ্যজুড়ে চিকিৎসকের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের মধ্যে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ধর্ষণ এবং খুনের ঘটনার রহস্যের কিনারা করে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে লালবাজার। তাকে শনিবার শিয়ালদহ আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত দোষী সাব্যস্ত হলে সরকার পক্ষের আইনজীবীর তরফে তাকে ফাঁসির আবেদন জানানো হতে পারে বলে জানা যাচ্ছে। শনিবার দিনভর রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছে চিকিৎসকদের একাংশ। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষণ-খুন হওয়া যুবতী চিকিৎসকের ন্যায় বিচার সহ বেশ কিছু দাবিতে কর্মবিরতির ডাক দিয়ে পথে বসেছিলেন জুনিয়র চিকিৎসকদের একাংশ।
আরও পড়ুনঃ আরজি করে চিকিৎসক মৃত্যুর ঘটনায় অপরাধীর ফাঁসির দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রবিবার নতুন করে কোনরকম বিক্ষোভ যাতে না দানা বাঁধে সেই লক্ষ্যে আরজি কর হাসপাতালের বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কলকাতা পুলিশ দ্বারা আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। এদিন নতুন করে কোন জমায়েত যাতে না হয় সেদিনে কড়া নজর রাখা হচ্ছে।
আরও পড়ুনঃ সিটি অফ জয় এখন সিটি অফ 'ভয়ে' পরিণত হয়েছে, আরজি কর কাণ্ডে প্রশাসনকে দুষছেন মহম্মদ সেলিম
শুক্রবার আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) জরুরি বিভাগের চার তলার সেমিনার রুম থেকে ওই যুবতী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। খুনের পাশাপাশি ধর্ষণের মামলা রজু করে তদন্ত শুরু করে লালবাজার। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শনিবার সকালে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারী সূত্রে খবর, পুলিশি জেরায় হাসপাতালে ঢুকে যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। অথচ অপরাধের কোন অনুতাপ তার মধ্যে নেই । জেরার সময়ে অভিযুক্ত বেশ ঔদ্ধত্যের সঙ্গে জনায়, 'ফাঁসি দিলে দেবেন'।
কড়া পাহারায় আরজি কর...
#WATCH | West Bengal: Visuals from outside Kolkata's RG Kar Medical College and Hospital where a woman post-graduate trainee (PGT) doctor was found dead after she was allegedly raped, on August 9.
A nationwide protest has erupted demanding justice for the woman doctor. pic.twitter.com/TIBG0AV5xZ
— ANI (@ANI) August 11, 2024
তদন্তকারী সূত্রে এও খবর, অভিযুক্ত ঘটনাটি ঘটিয়েছে শুক্রবার ভোর ৪টে থেকে সাড়ে ৪টের মধ্যে। এদিন নাইট ডিউটিতে ছিলেন ওই চিকিৎসক। রাতে হাসপাতালে বাকিদের সঙ্গে অলিম্পিকে নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রো দেখে খাবার খেয়ে সেমিনার হলে বিশ্রাম নিতে যান তিনি। ঘুমের মধ্যেই তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ।