যে কলকাতা বিশ্বের দরবারে 'সিটি অফ জয়' নামে খ্যাত সেই কলকাতাকেই এবার 'সিটি অফ ভয়' বলে আখ্যা দিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)। কলকাতার বুকে আরজি কর হাসপাতালে (RG Kar Medical Hospital) যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি হাসপাতালের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জুনিয়র চিকিৎসকেরা। হাসপাতালে কর্তব্যরত যুবতী চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে মিছিল শুরু করেছেন সিপিএম কর্মী সমর্থকেরা। মিছিল থেকে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বললেন, হাসপাতালের অধ্যক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দালাল'। পুলিশ এই ঘটনা চেপে দেওয়ার চেষ্টা করছিল। তাই আম জনতা প্রতিবাদে পথে নামতে বাধ্য হয়েছে।
সিপিএম রাজ্য সম্পাদক আরও বললেন, জুনিয়র চিকিৎসকের সঙ্গে অত্যন্ত খারাপ হয়েছে। যাকে 'জয়ের শহর' বলা হত তা আজ 'ভয়ের শহরে' পরিণত হয়েছে। এই ভয়টাকেই দূর করতে হবে।এখানে একজন চিকিৎসক পর্যন্ত সুরক্ষিত নয়। তাঁর আরও অভিযোগ, পুলিশ অফিসারের যোগ ছাড়া সিলিভ ভলেন্টিয়ারের পক্ষে কোন অপরাধ করা সম্ভব নয়।
#WATCH | Kolkata: CPI(M) West Bengal State Secretary, Md Salim says, "...The city which we used to call 'City of Joy' has now become 'City of Bhay' (City of Fear). Here, even a doctor is not safe. The Principal (of RG Kar Medical College and Hospital) is close to CM Mamata… https://t.co/ysfmNU2SKw pic.twitter.com/S46Lx8ShBt
— ANI (@ANI) August 10, 2024
শুক্রবার আরজি কর হাসপাতালের (RG Kar Hospital) জরুরি বিভাগের চার তলার সেমিনার রুম থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয়। খুনের পাশাপাশি ধর্ষণের মামলা রজু করে তদন্ত শুরু করে লালবাজার। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শনিবার সকালে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। এদিন অভিযুক্তকে শিয়ালদহ আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিকে তদন্তকারী সূত্রে খবর, পুলিশি জেরায় আরজি কর হাসপাতালে ঢুকে যুবতী চিকিৎসককে ধর্ষণ করে খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। অথচ অপরাধের কোন অনুতাপ তার মধ্যে নেই। জেরার সময়ে অভিযুক্ত ভলেন্টিয়ার এও বলে, 'ফাঁসি দিলে দেবেন'।