Mamata Banerjee: কিছু রাজনীতিবিদের মন 'ডাস্টবিন' স্বরূপ, তার জেরেই অশান্তি, নাম না করেই বিজেপিকে কটাক্ষ মমতার
Mamata Banerjee (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৬ জুন:  কোনও ধর্মের মানুষ অশান্তি সৃষ্টির চেষ্টা করেন না।  এমন কিছু রাজনীতিবিদ রয়েছেন, যাঁদের মন 'ডাস্টবিন' স্বরূপ। এবার এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  পাশাপাশি তিনি আরও বলেন, তিনি কখনও কোনও ধর্মের বিরুদ্ধে কোনও ধরনের মন্তব্য করেন না।  প্রসঙ্গত পয়গম্বর মহম্মদকে নিয়ে সম্প্রতি আপত্তিজনক মন্তব্যের অভিযোগ ওঠে বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিরুদ্ধে।

মহম্মদকে নিয়ে নূপুর শর্মার মন্তব্যের জেরে দেশের একাধিক রাজ্যে অশান্তি দেখা দেয়।  গত শুক্রবার দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তেলাঙ্গানার পাশাপাশি কলকাতায়ও বিক্ষোভ শুরু হয়।  হাওড়ার দাসনগর-সহ একাধিক এলাকায় অশান্তি শুরু হলে, চরম ভোগান্তিতে পড়েন মানুষ।  যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।  ওই ঘটনায় এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

 

আরও পড়ুন:  ATM: কার্ড 'পাঞ্চ' করলেই এটিএম থেকে বেরোচ্ছে ৫ গুণ বেশি টাকা, এলাকা জুড়ে চাঞ্চল্য

এমকী অশান্তির পিছনে যে নির্দিষ্ট রাজনৈতিক দলের মদত রয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।