নাগপুর, ১৬ জুন: এটিএম (ATM) থেকে বের হচ্ছে ৫ গুণ বেশি টাকা। শুনতে অবাক লাগলেও এমনই একটি এবার নজরে এল নাগপুরে (Nagpur)। যেখানে এক ব্যক্তি ৫০০ টাকা তোলার জন্য এটিএমে গিয়ে কার্ড পাঞ্চ করতেই পরপর ৫টি ৫০০ টাকার নোট বেরিয়ে আসে। যা দেখে অবাক হয়ে যান তিনি। নাগপুর থেকে ৩০ কিলোমিটার ভিতরের খাপারখেদা শহরে বুধবার ওই ব্যক্তি ৫০০ টাকা তোলার জন্য কার্ড পাঞ্চ করলে, তিনি পান ২৫০০ টাকা। যা দেখে কার্যত অবাক হয়ে যান তিনি।
বুধবারের ওই ঘটনার খবর যেন আগুনের মত হু হু করে ছড়িয়ে পড়ে। মানুষ নাগপুরের ওই এটিএমের সামনে ভিড় জমাতে শুরু করেন। অদ্ভুতুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর যে ব্যাঙ্ক ওই এটিএমটি চালায়, সেখান খবর দেওয়া হয়। সেই সঙ্গে এটিএম সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় পুলিশ।
যদিও পুলিশ বা ব্যাঙ্কের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।