কোনা এক্সপ্রেসওয়ে ও বিদ্যাসাগর সেতুর একাধিক অংশে পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কাজের জন্য দ্বিতীয় হুগলী সেতু আজ দিনভর বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)।। ভোর পাঁচটা থেকে রাত ৯’টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে কোন যান চলাচল করবে না বলে কলকাতা পুলিশের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সময় যানবাহন বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে।
বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে হাওড়া ব্রিজ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। মেরামতির কাজে কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতুতে ভোর ৫টা থেকেই যান নিয়ন্ত্রণ শুরু হয়। রাত ৯টায় উঠে যাবে সেই নিয়ন্ত্রণবিধি। সূত্রের খবর, সবরকমের যানবাহন চলাচল শুরু হবে রাত সাড়ে ৯টা থেকে। এই নির্দেশিকা হাওড়া সিটি পুলিশকেও জানানো হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। ১৬ ঘণ্টা মেরামতির কাজ চলাকালীন অতি গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় হুগলি সেতুর বিকল্প হিসেবে চাপ বাড়ে হাওড়া ব্রিজের উপর।
Traffic update :-
Due to repairing work, Vidyasagar Setu (both bound) is closed to traffic.#Kolkatatrafficupdate
— Kolkata Traffic Police (@KPTrafficDept) August 23, 2025
যান চলাচলের নতুন নির্দেশিকা অনুযায়ী কোলাঘাটের দিক থেকে আসা গাড়ি – যারা কোনা এক্সপ্রেসওয়ে বা দ্বিতীয় হুগলি সেতু ধরে কলকাতায় যাবে, ধূলাগড় - নিবড়া - সলপ - পাকুরিয়া - সিসিআর ব্রিজ হয়ে বিবেকানন্দ সেতু (নিবেদিতা সেতু) ব্যবহার করতে পারবেন তারা ।
প্রসঙ্গতঃ ডানকুনির দিক থেকে আসা গাড়ি, যারা কোনা এক্সপ্রেসওয়ে, দ্বিতীয় হুগলি সেতু ধরে কলকাতায় যেতে চান, নিবেদিতা সেতু ব্যবহার করতে পারবেন তারাও।
এদিকে, কলকাতা থেকে হাওড়াগামী গাড়ি, যারা দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করতে চান, তারা পরিবর্তে হাওড়া ব্রিজ অথবা নিবেদিতা সেতু ব্যবহার করতে পারে।
কোলাঘাটমুখী গাড়ি (মালবাহী ছাড়া) – তারা কাজীপাড়া-জি.টি. রোড - আন্দুল রোড - আলমপুর - ধুলাগড় - রানিহাটি ওই রুট ব্যবহার করতে পারে।
ডানকুনি অভিমুখে গাড়ি (মালবাহী ছাড়া) – দুটি বিকল্প রুট নিতে পারে তারা —
হ্যাংসাঙ মোড় থেকে ডানদিকে শৈলেন মান্না সরণী - শানপুর মোড় - বাম দিকে হাওড়া - - আমতা রোড - সলপ - ১৬ নম্বর জাতীয় সড়ক - পাকুরিয়া - সিসিআর ব্রিজ - মাইতিপাড়া - ডানকুনি অথবা কাজী পাড়া - জি.টি. রোড, ফোরশোর রোড সালকিয়া - বালি - জিরো পয়েন্ট - মাইতিপাড়া।
ছোট গাড়ি (নিবড়ার দিক থেকে সাঁতরাগাছি স্টেশনের দিকে ) – তারা জগাছা - মাহিয়াড়ি রোড ব্যবহার করতে পারে।
অন্যদিকে, ছোট গাড়ি (কাজীপাড়া, হ্যাংসাঙ মোড় থেকে সাঁতরাগাছি স্টেশনের দিকে ) – তাদেরকে সাঁতরাগাছি স্টেশন পর্যন্ত কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুমতি দেওয়া হবে। ট্রাফিক পুলিশ আরো জানায়, কাজ চলাকালীন সময়ে যানবাহন চালকদের এই বিকল্প রুট ব্যবহার করতে হবে। সাধারণ যাত্রীদেরও ভ্রমণ পরিকল্পনা করার সময় আগেই এই নির্দেশিকা মাথায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।