Nirmala Mishra Passes Away: ঝিনুক খুঁজতে পাড়ি দিলেন অনন্তলোকে, প্রয়াত সংগীত শিল্পী নির্মলা মিশ্র
Nirmala Mishra (Photo: Twitter)

কলকাতা, ৩১ জুলাই: প্রয়াত হলেন সংগীত শিল্পী নির্মলা মিশ্র (Nirmala Mishra)। শনিবার রাত ১২টা ৫ মিনিটে কলকাতার বাড়িতেই জীবনাবসান হয় তাঁর। বয়স হয়েছিল ৮১ বছর। জানা গিয়েছে, হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রবাদপ্রতিম এই শিল্পীর। পরিবারের তরফে জানা গিয়েছে, গত তিন চারদিন ধরে অসুস্থ ছিলেন সংগীত শিল্পী। গতকাল রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। আজ সকাল ১০টা থেকে শিল্পীর মরদেহ শায়িত থাকবে রবীন্দ্র সদনে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সকলে। কেওড়াতলা মহা শ্মশানে হবে শেষকৃত্য।

নির্মলা মিশ্রের ব্যক্তিগত চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর। অসুস্থতার কারণে এর আগে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন নির্মলা মিশ্র। বার্ধ্যক্যজনিত অসুস্থতা নিয়ে বারবার হাসপাতালে ভর্তি হলেও কয়েকদিন পরে সুস্থ হয়েই বাড়ি ফিরতেন তিনি। আরও পড়ুন: Partha Chatterjee SSC Scam: এগারো সালে ক্ষমতায় আসার আগেও রেলের চাকরি বেচে টাকা তুলেছে তৃণমূল, ইডি-র জেরায় চাঞ্চল্যকর দাবি পার্থর

'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না', 'ও তোতা পাখিরে', 'বলো তো আরশি তুমি', 'আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী'-র মতো জনপ্রিয় বাংলা গান গেয়েছেন নির্মলা মিশ্র। গান গেয়ে দেশ-বিদেশে পেয়েছিলেন প্রচুর সম্মান ও পুরস্কার।