Cyclone (Representational Image)

কলকাতা, ২৫ মে: শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় য়াস (Cyclone Yaas)৷ মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ মৌসম ভবনের রিপোর্ট অনুসারে সমুদ্রের মধ্যে য়াসের গতিবেগ ঘণ্টায় ৯ কিলোমিটার৷ আগামী কাল সকাল নাগাদ বালেশ্বরের কাছে আছড়ে পড়তে চলেছে য়াস৷ বালেশ্বর থেকে ১০০ কিলোমিটার দূরে দিঘার অবস্থা৷ ইতিমধ্যেই য়াসের আগমনে সেখানে জারি হয়েছে লাল সতর্কতা৷ ওড়িশার পারাদ্বীপ থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব, ওড়িশার বালেশ্বর থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে য়াস। জানা যাচ্ছে, আম্ফানের তীব্রতার কাছাকাছি হলেও য়াসের প্রভাব থেকে বেঁচে যাবে কলকাতা৷  আরও পড়ুন-Cyclone Yaas: য়াসের আগমনে সবার জীবন বাঁচানোই প্রধান লক্ষ্য, নবীন পট্টনায়েক

মৌসম ভবন সূত্রের খবর, ঘূর্ণিঝড় য়াসের প্রভাবে আজ মঙ্গলবার থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে৷ অন্যদিকে আজকের মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে য়াস৷ বুধবার সকালের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে এগোবে ওড়িশার ও পশ্চিমবঙ্গের স্থলভাগের কাছে৷ আগামী কাল বালেশ্বরের কাছে আছড়ে পড়ার পর ঝাড়খম্ডের দিকে চলে যাবে ঘূর্ণিঝড় য়াস৷