Kolkata Port Trust: বদলে গেল কলকাতা পোর্ট ট্রাস্টের নাম, নতুন নাম শ্যামা প্রসাদ মুখার্জি ট্রাস্ট
কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। File Image | (Photo Credits: PTI)

কলকাতা, ৩ জুন: কলকাতা পোর্ট ট্রাস্টের (Kolkata Port Trust) নাম বদলে হল শ্যামা প্রসাদ মুখার্জি ট্রাস্ট (Syama Prasad Mookerjee Trust)। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় কলকাতার পোর্ট ট্রাস্টের নাম পরিবর্তনে সম্মতি দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়কর (Union Minister Prakash Javadekar)। চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানেই পোর্ট ট্রাস্টের নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোকপাত করেছিলেন তিনি। অবশেষে দীর্ঘ ৫ মাস পর সেই নাম পরিবর্তনে অনুমোদন দিল কেন্দ্র।

গত তিন দিনে এনিয়ে দ্বিতীয়বার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। দ্বিতীয় বৈঠকের দিনই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। করোনা মোকাবিলা, লকডাউন পরবর্তী দেশের আর্থিক পরিস্থিতি-সহ একাধিক বিষয় নিয়ে আলোকপাত করা হয়। সেই বৈঠকেই কলকাতা পোর্ট ট্রাস্টের নাম পরিবর্তনে অনুমোদন দেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেড়কর।

জাভেড়কর বলেন, "শ্যামাপ্রসাদ মুখার্জি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কাশ্মীরে শহিদ হন তিনি। ১১ জানুয়ারিই কলকাতা পোর্ট ট্রাস্টের নাম পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। তাই আমরা আজকে এই নাম পরিবর্তন করলাম।" কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর উদযাপনের একটি অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতা আসেন নরেন্দ্র মোদি। সেখানেই আয়োজিত অনুষ্ঠানে নাম পরিবর্তনের প্রসঙ্গটি আলোকপাত করেছিলেন নরেন্দ্র মোদি।