LOK SABHA ELECTIONS 2019:উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা, গতবারের ফলাফল এক নজরে
আলিপুরদুয়ার কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। (File Photo)

উলুবেড়িয়া:‌ (Uluberia)এই লোকসভা কেন্দ্রটিতে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। ১৯৭১ সাল থেকে ২০৪ সাল পর্যন্ত এই কেন্দ্রে টানা জিতে এসেছে সিপিএম। ২০১৪ সালে প্রথম ধাক্কাটা তৃণমূল কংগ্রেসে সুলতান আহমেদের(Sultan Ahamed) কাছ থেকেই পেয়েছিল সিপিএম।

বিধানসভা কেন্দ্র:‌ উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ,শ্যামপুর,বাগনান, আমতা, উদয়নারায়ণপুর

২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল

সুলতান আহমেদের মৃত্যুর পর এই কেন্দ্রে উপনির্বাচন হয় ২০১৮ সালে। সেবারও তৃণমূল জয়ী হয়েছিল। কারণ উপযুক্ত সংগঠকের অভাবে সিপিএমের জনসংযোগ এখানে প্রায় নেই বললেই চলে।

সাজদা আহমেদ(‌তৃণমূল কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ৭,৬৭,৫৫৬

অনুপম মল্লিক(‌বিজেপি)‌—প্রাপ্তভোট ২,৯৩,০৪৬

সাবিরুদ্দিন মোল্লা(‌সিপিএম)‌—প্রাপ্তভোট ১,৩৮,৮৯২

এস কে মদ্দসুর হোসেন ওয়ারসি(‌কংগ্রেস)‌—প্রাপ্ত ভোট ২৩,১০৯

২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী

সাজদা আহমেদ(‌তৃণমূল কংগ্রেস)‌ (TMC)

মকসুদা খাতুন(‌সিপিএম)‌(CPM)

মন্তব্য:‌গতবারের জয়ী প্রার্থী সাজদা আহমেদেই আশা রাখছে শাসকদল তৃণমূল। সংখ্যালঘু এলাকা হওয়ায় বিজেপি তেমন প্রচার চালাতে পারেনি। তবে সিপিএমও হাল ছাড়তে রাজি নয়।