প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

শহরের এক জনপ্রিয় সেলিব্রিটি ফটোগ্রাফারের নাম ভাঙিয়ে একাধিক ফটোশ্যুটের কাজ করত দুই তরুণ। আর এই কাজের মাঝেই বেশ কয়েকজন তরুণীর সঙ্গে পরিচয় হয় তাঁদের। পরিচয়ের পর কথায় কথায় জানতে পারে যে তাঁদের টলিউডে কাজ করার ইচ্ছে রয়েছে। আর তাঁদের ইন্ডাস্ট্রিতে কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে দুই মহিলাকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্তরা। অবশেষে প্রতারিত হওয়ার পর পুলিশের দারস্থ হন নির্যাতিতা। যাদবপুর থানায় (Jadavpur Police Station) অভিযোগ দায়ের হতেই সম্প্রতি তাঁদের গ্রেফতার করা হয়। শনিবার আদালতে পেশ করা হলে অভিযুক্তদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

ফটোশ্যুটের অছিলায় ধর্ষণ

জানা যাচ্ছে, ব্যারাকপুর ও নৈহাটি বাসিন্দা ধৃত দুই যুবক। মাসখানেক আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুই তরুণীর সঙ্গে পরিচয় হয়। তারপরেই তাঁদের ফটোশ্যুট করার অছিলায় কলকাতাতে দেখা করেন। এরপর বিভিন্ন জায়গায় ফটোশ্যুটও করেন। তারপরেই টলিউডে কাজ দেওয়ার লোভ দেখিয়ে জোর করে যৌনতা করেন তাঁদের সঙ্গে। এমনকী পরবর্তীকালে ব্ল্যাকমেল করেও তাঁদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন।

প্রতারিত হতেই পুলিশের দারস্থ হন দুই নির্যাতিতা

কিন্তু তারপরেও টলিউডে কাজ না পাওয়ায় তাঁরা বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন। তারপরেই যাদবপুর থানায় দারস্থ হন নির্যাতিতারা। এমনকী যে জনপ্রিয় ফটোগ্রাফারের নাম ভাঙিয়ে এসব কাণ্ড ঘটানো হয়, তাঁকেও তলব করে পুলিশ। সে থানায় এসে জানায় যে অভিযুক্ত দুই যুবককে সে চেনেই না। তারপরেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।