ডেরেক ও'ব্রায়েন(File Photo)

কলকাতা, ২৭ মার্চ:  ভোটের হার নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে চিঠি তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের (Derek O'Brien)। তাঁর দাবি, সকাল ৯টা ১৩ মিনিটে কাঁথি দক্ষিণ (২১৬) ও কাঁথি উত্তর (২১৩)-এ ভোটদান যথাক্রমে ১৮.৪৭% এবং ১৮.৯৫% ছিল। তার ঠিক চার মিনিট পরে সকাল ৯ টা ১৭ মিনিটে ভোটের হার হ্রাস পেয়ে হয় ১০.৬০% এবং ৯.৪০%। কীভাবে ভোটের হারে এত বড় ফারাক হল? তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংসদ। নির্বাচন কমিশনের জারি করা তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে বলে তিনি জানান।

এদিকে সকাল থেকেই ৩০ টি আসনের বেশ কিছু কেন্দ্রে অশান্তির চিত্র দেখা যায়। ভোট দিলেই বিজেপিতে ভোট পড়ছে, অভিযোগ জানায় ভোটাররা, ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয় কাঁথি দক্ষিণের মাজিনায় ৭১ নম্বর বুথে। ভগবানপুর বিধানসভা কেন্দ্রের সতসতমলে সকালে গুলি চালানোর ঘটনায় দু'জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। আরও পড়ুন, করোনাভাইরাসে আক্রান্ত সচিন তেন্ডুলকর

আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) প্রথম দফার ভোটগ্রহণ চলছে। ৫ জেলার মোট ৩০টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। ভাগ্য নির্ধারণ হবে ১৯১ জন প্রার্থীর। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। এর মধ্যে ঝাড়গ্রাম জেলায় সবচেয়ে বেশি, ১৪৪ কোম্পানি। ৩০টির মধ্যে পূর্ব মেদিনীপুরের ৬, পশ্চিম মেদিনীপুরের ৭, ঝাড়গ্রামের ৪ , বাঁকুড়ার ৪ এবং পুরুলিয়ায় ৯টি আসন রয়েছে। এই তিরিশটির মধ্যে বেশিরভাগ আসনেই এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে ভালো ফল করেছিল বিজেপি। সেই ফল ধরে রাখতে চাইবে তারা। অন্যদিকে হারানো জমি ফেরাতে মরিয়া শাসকদল তৃণমূল।