সচিন তেন্ডুলকর। (Photo Credits: Getty Images)

মুম্বই, ২৭ মার্চ: করোনাভাইরাসে (Covid-19) আক্রান্ত হলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar )। টুইট করে নিজেই একথা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। টুইটে তিনি লেখেন, "আমি সব ধরনের সতর্কতা নিয়েছি করোনাকে দূরে রাখতে। টেস্টও করেছি। যদিও হালকা উপসর্গ রয়েছে, আমি করোনা পজিটিভ। বাড়ির বাকিদের রিপোর্ট নেগেটিভ। আমি নিজেকে কোয়ারান্টিন করেছি। চিকিৎসকের পরামর্শ মতো সব প্রোটোকল মেনে চলছি।"

সচিন সম্প্রতি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইন্ডিয়া লিজেন্ডস দলের নেতৃত্ব দিয়েছেন। টুর্নামেন্টের ফাইনালে ইন্ডিয়া লিজেন্ডস শ্রীলঙ্কা লিজেন্সকে হারিয়েছে।