Abhishek Banerjee. (Photo Credits: Facebook)

কলকাতা, ১১ সেপ্টেম্বর: কয়লা পাচারকাণ্ডে ফের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ২১ সেপ্টেম্বর তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। এর আগে ৬ সেপ্টেম্বর ইডি-র দফতরে হাজিরা দেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রায় ৯ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁকে বেশ কিছু বলে ইডি-র আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন বলে সূত্রের খবর।

জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে কড়া আক্রমণ শানান অভিষেক। অভিযোগ তোলেন প্রতিহিংসার রাজনীতি করার। যদিও কোনও কিছু কাছেই তিনি মাথা নত করবেন না বলে হুঁশিয়ারিও দেন। আরও পড়ুন: Bhabanipur By-Election: 'ভবানীপুরের মানুষের উপর আস্থা ছিল না মমতার', প্রিয়াঙ্কাকে পাশে নিয়ে আক্রমণ দিলীপের

তবে, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, তাঁর স্ত্রী রুজিরাকেও তলব করেছিল ইডি। ১ সেপ্টেম্বর তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। তবে করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে হাজিরা দেননি রুজিরা।