Security deployed in the Jahangirpuri area of Delhi (Photo: ANI)

কলকাতা, ২১ এপ্রিল: বিজেপির (BJP) পাল্টা এবার তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসার ঘটনায় ফ্যাক্ট-ফাইন্ডিং দল (Fact-Finding Team) পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামীকাল সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) নেতৃত্বে তৃণমূলের ৬ সদস্যের ওই দল জাহাঙ্গিরপুরী যাবে। বুধবার সন্ধ্যায় দলের তরফে ফ্যাক্ট-ফাইন্ডিং দল গঠনের কথা জানানো হয়েছে। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রিপোর্ট তুলে দেবে দল।

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায় হিংসা ছড়ায়। অভিযোগ, রামনবমীর মিছিলে পাথর ছোড়ে একদল লোক। আর তা থেকেই হিংসার সূত্রপাত। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল ষড়যন্ত্রীকারী আনসার শেখ-সহ বেশ কয়েকজনকে। আরও পড়ুন: COVID 19 In Delhi: দিল্লিতে বাড়ছে সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০০৯ জন

সম্প্রতি রাজ্যে বগটুইকাণ্ড, হাঁসখালি ধর্ষণের ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ইতিমধ্যেই দুটি জায়গা ঘুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট জমা দিয়েছে ওই দল। বিজেপির পালটা এবার ফ্যাক্ট ফাইন্ডিং দল বানাল তৃণমূলও।