আরজি কর কাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। বিবেকের দংশনে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন, এমনকি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও মুখ খোলেন তিনি। এরপরেই গতকাল দলের মুখপাত্র পদ থেকে হঠাৎই সরিয়ে দেওয়া হয় শান্তনু সেনকে। সেই পদ থেকে অপসারণের পর বিস্ফোরক দাবি করলেন শান্তনু সেন।
তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, "মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি যে আমাকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমি বলতে চাই যে আমি তৃণমূলের সমস্ত লড়াইয়ে একজন সৈনিক হিসাবে কাজ করেছি এবং আমি আজও তা চালিয়ে যাচ্ছি। সেভাবে আজও আমি দুটি কথা বলতে চাই, যখনই আমি একজন মুখপাত্র হিসেবে বিবৃতি দিয়েছি, আমি দল বা কোনো নেতার বিরুদ্ধে কথা বলিনি।আমি সেই কথাই বলবো যেটা আমি প্রথম দিনে বলেছিলাম, স্বাস্থ্য দফতর সংক্রান্ত খবর মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঠিকভাবে পাঠানো হয় না। খারাপ লাগে যখন অন্য দলের নেতারা আমাদের সাথে যোগ দেন বা অন্য দলের বিজয়ী প্রার্থীরা আমাদের সাথে যোগ দেন এবং সম্মান পান কিন্তু দলের একজন নিবেদিতপ্রাণ ও সত্যিকারের সৈনিককে এরকম ঘটনার মুখোমুখি হতে হয়। আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম এবং তাঁর সঙ্গেই থাকব।"
বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমি দলের পুরনো দিনের সৈনিক। তাও এই দলে আমার থেকে অনেক নবীন রাজনৈতিক নেতার কাছ থেকে আমাকে সরানোর বার্তা শুনতে হচ্ছে। অথচ এই দলে যারা বারবার দলবদল করে, একবার ওই দল একবার এই দল করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করে, তাঁরা দলে ঢুকে নেতা হয়ে যাচ্ছে। অথচ পরিষ্কার কথা বললেই ক্ষতি।”
West Bengal: TMC leader Santanu Sen says, "Through media, I have come to know that I have been removed from the post of party's spokesperson. I would like to say that I have worked as a solider in all battles of TMC and I continue that way even today. I would like to say two… pic.twitter.com/CtR9mk3V6v
— ANI (@ANI) August 16, 2024