কলকাতা, ১৩ জুলাই: রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে শুধু জয় নয়, একেবারে নজির গড়া জয় পেল তৃণমূল কংগ্রেস। লোকসভায় দারুণ ফলের রেশ বিধানসভা উপনির্বাচনে বজায় রাখল তৃণমূল। মানিকতলা ধরে রেখে বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণে জয় ছিনিয়ে নিল তৃণমূল। চার কেন্দ্রের জয়েই তৃণমূল নজির গড়ল। বিজেপি থেকে আসা দুই বিধায়ককে দাঁড় করিয়ে রায়গঞ্জ ও রানাঘাটে জিতল তৃণমূল। বাগদায় মতুয়া গড়ে বাজিমাত হল ২৫ বছরের মধুপর্ণা ঠাকুরকে দাঁড় করিয়ে। রাজ্য বিধানসভায় আরও কোণঠাসা হয়ে পড়ল বিজেপি।
মানিকতলায় রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পান্ডে-র স্ত্রী সুপ্তি পান্ডের জয়ের ব্যবধান দাঁড়াল ৬২ হাজার ৩১২। এর আগে মানিকতলায় সাম্প্রতিক অতীতে কেউ এত মার্জিনে জেতেনি। রায়গঞ্জ কৃষ্ণ কল্য়াণীর হাত ধরে এই প্রথম জিতল তৃণমূল। এর আগে দল তৈরির পর থেকে প্রিয়রঞ্জন দাশমুন্সির এলাকা রায়গঞ্জে কখনও জিততে পারেনি তৃণমূল। ফলে এবারের উপনির্বাচনে রায়গঞ্জের জয় তৃণমূলকে রাজ্যের মানচিত্রে আলাদাভাবে জায়গা দিল। রায়গঞ্জে দিদির অভিষেক জয়ে তৃণমূলের কৃষ্ণ কল্যাণীর ব্যবধান দাঁড়াল ৫০ হাজারেরও বেশী। আরও পড়ুন- চারে চার হওয়ার পর কী বললেন মমতা
বাগদায় তৃণমূলের জয়ের নজির হল সবচেয়ে কম বয়েসে বিধায়ক হওয়ার। নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রী শান্তনু ঠাকুরের গড়ে হারল বিজেপি। মাত্র ২৫ বছর বয়েসে বিধায়ক হচ্ছেন মতুয়ার ঠাকুর পরিবারের কন্যা মধুপর্ণা দেব। এবার লোকসভায় বনগাঁয় শান্তনু ঠাকুরের জয়ের পিছনে বাগদার লিড বড় ফ্যাক্টার ছিল। সেই বাগদায় মধুপর্ণা জিতলেন ৩৩ হাজার ৪৫৫ ভোটে। পরাস্ত হলেন বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস।
এক নজরে চার কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের জয়ের ব্যবধান ও নজির :
মানিকতলা: ৬২ হাজার ৩১২ ভোটের ব্যবধানে জিতলেন তৃণমূলের সুপ্তি পান্ডে। তিন বছরের মধ্যে বিজেপির কল্যাণ চৌবের ভোট কমল ২৭ হাজার। উত্তর কলকাতা লোকসভার এই আসনে কখনও না হারার বজায় রাখল তৃণমূল।
বাগদা: ৩৩ হাজার ৪৫৫ ভোটের ব্যবধানে জিতলেন তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। পরাস্ত হলেন বিজেপির বিনয় বিশ্বাস। আট বছর পর বাগদা বিধানসভায় জিতল তৃণমূল।
রায়গঞ্জ: ৫০ হাজার ৭৭ হাজার ভোটের ব্যবধানে জিতলেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। প্রিয় ঝড়ে দিদি ঝড়ে উড়ে গেলেন বিজেপি প্রার্থী মানস ঘোষ। এই প্রথম রায়গঞ্জে জিতল তৃণমূল।
রানাঘাট দক্ষিণ: ৩৯ হাজার ৪৮ ভোটের ব্যবধানে জিতলেন তৃণমূলের মুকুট মণি অধিকারী। পরাস্ত হলেন বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস। ৮ বছর পর রানাঘাট দক্ষিণ পুর্নদখল করল তৃণমূল।
২০২১ বিধানসভার ফলাফল কী ছিল
মানিকতলা: ২০ হাজার ২৩৮ ভোটের ব্যবধানে জিতেছিলেন তৃণমূলের সাধন পান্ডে।
বাগদা: ৯ হাজার ৭৯২ ভোটের ব্যবধানে জিতেছিলেন বিজেপির বিশ্বজিত বিশ্বাস।
রায়গঞ্জ: ২০ হাজার ৭৪৮ ভোটের ব্যবধানে জিতেছিলেন বিজেপির কৃষ্ণ কল্যাণী।
রানাঘাট দক্ষিণ: ১৬ হাজার ৫১৫ ভোটের ব্যবধানে জিতেছিলেন বিজেপির মুকুট মণি অধিকারী।
কোথায় কী নজির হল
১) মানিকতলার মার্জিন: মানিকতলায় সাধন পান্ডে পত্নী সুপ্তি পান্ডে জিতলেন ৬২ হাজারের বেশী ভোটে। এই কেন্দ্রে এত ভোটে জেতার নজির নেই। ২০১১ বিধানসভায় মানিকতলায় সাধন পান্ডে সাড়ে ৩৬ হাজার ভোটে হারান সিপিএমের রূপা বাগচি-কে। পাঁচ বছর পর সাধনের জয়ের মার্জিন নেমে এসেছিল ২৬ হাজার। এরপর ২০২১-এ মন্ত্রী সাধন পান্ডে ২০ হাজার ভোটে হারিয়েছিলেন বিজেপির কল্যাণ চৌবেকে। এবার সব রেকর্ড ভেঙে চুরমার।
২) বাগদায় বয়স- মাত্র ২৫ বছর বয়েসে বিধানসভা ভোটে জিতলেন তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। তিনি হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের মেয়ে।
৩) রায়গঞ্জে অভিষেক জয় মমতার- জন্মলগ্নের পর থেকে এর আগে কখনও জেতেনি তৃণমূল। বাকি সব জায়গাতে জিতলেও প্রিয়রঞ্জন দাশমুন্সির গড় রায়গঞ্জে বারবার হেরেছে তৃণমূল। কিন্তু এবার দলবদলে আসা কৃষ্ণ কল্যাণীর হাত ধরে প্রিয় গড়ে অভিষেক জয় পেলেন মমতা।
৪) রানাঘাটে মার্জিনে মুকুট- ২০২১ ও ২০১৬। পরপর দুটো বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণে হেরেছিল তৃণমূল। তবে পরিবর্তনের ভোট ২০১১-তে ২০ হাজারে জিতেছিলেন তৃণমূলের আবীর রঞ্জন বিশ্বাস। সেটাই ছিল রানাঘাট দক্ষিণে (আগে ছিল রানাঘাট পশ্চিম) তৃণমূলের প্রথম ও আজকের আগে শেষ জয়। এবার দল বদলে আসা মুকুট মণি অধিকারীর সৌজন্যে তৃণমূল জিতল ৩৯ হাজার ভোটে। রানাঘাটে এটাই তৃণমূলের সবচেয়ে বেশী ভোটে জয়ের রেকর্ড।