Abhishek Banerjee (Photo Credit: ANI/Twitter)

বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এই সংশোধনের পর আসল ভোটারদের হাতে তুলে দেওয়া হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তবে সংশাপত্র নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। কারণ সম্প্রতি বিহারের পাটনায় মাসৌরিহিতে একটি গ্রাম পঞ্চায়েতে কুকুরের নামে এসেছে সংশাপত্র। যা নিয়ে শুরু হয়েছে জোড় বিতর্ক। একদিকে নির্বাচন কমিশনকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা অন্যদিকে রাজনীতি ময়দানে উঠেছে নিন্দার ঝড়। এই নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee) মন্তব্য করেছেন।

এসআইআর নিয়ে অভিষেকের মন্তব্য

তিনি বলেন, এসআইআরের নামে রাজ্যের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। আর কুকুরের নামে তৈরি হচ্ছে সংশাপত্র। এমনকী নির্বাচন কমিশনও সেটি গ্রহণ করছে। কুকুরের না রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে। এদিকে বিহারের জনগণ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, এটা ভেবেই অবাক লাগছে। এই এসআইআর-এর আসল অর্থহল নীরব অদৃশ্য কারচুপি। যা নির্বাচন কমিশ বিজেপির হয়ে করে যাচ্ছে। যাঁরা ভোটাধিকার প্রয়োগ করে সরকারের কাজকর্মের মূল্যায়ণ করেন, তাঁদেরই সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

২৬-এর নির্বাচনে জয় নিয়ে আশাবাদী অভিষেক

অভিষেক আরও বলেন, এখন এটা বিহারে হচ্ছে, যদিও আমার বিশ্বাস বিহারের মানুষ এর উচিত জবাব দেবে। যদিও এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তবে আগামীদিনে পশ্চিমবঙ্গেও এটা করার চেষ্টা করবে। বাংলা দখলের জন্য তাঁরা অপকর্ম করবে। কিন্তু রাজ্যের মানুষের আশির্বাদ, ভালোবাসা আমাদের সঙ্গেই রয়েছে। আগামী নির্বাচনে সেটা আরও বাড়বে। ২০২৬-এর নির্বাচনের ফলাফলই বিজেপিকে উত্তর দিয়ে দেবে।