সংসদের দুই কক্ষে শৃঙখলা ভঙ্গের প্রতিবাদে একাধিক লোকসভা ও রাজ্যসভা সদস্যকে (suspension of opposition MPs) বরখাস্ত করা হয়েছে। দেশজুড়ে এই নিয়ে তুমুল বিক্ষোভ জানাচ্ছে বিরোধী নেতা, কর্মী-সমর্থকরা। শুক্রবার বিকেলে সংসদে নিরাপত্তার লঙ্ঘনের ঘটনা ও বিরোধী সংসদের সাংসদদের বরখাস্ত করার প্রতিবাদে শিলিগুড়িতে ( Siliguri) বিক্ষোভ মিছিল করল তৃণমুল কংগ্রেসের (TMC workers) কর্মীরা। ছিলেন রাজ্যের মন্ত্রী ডাঃ শশী পাঁজা। আরও পড়ুন: Liquor Shop Timing Change In UP: উত্তরপ্রদেশে মদের দোকান খোলার সময়সীমা নির্দিষ্ট করল যোগীর সরকার
দেখুন ভিডিয়ো: