কলকাতা, ১০ মে: আগামিকাল, বুধবার অসমে Assam) যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিজেপি শাসিত অসমে তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন অভিষেক। পাশপাশি অসমে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে সেখানে দলের রণকৌশল ঠিক করবেন ডায়মন্ডহারবারের সাংসদ। অসমে হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে এখন অপরাজেয় শক্তি হয়ে উঠেছে বিজেপি।
ক দিন আগে গুয়াহাটি পুরভোটে প্রায় সব আসনেই জেতে বিজেপি। প্রধান বিরোধী দল কংগ্রেসের হাল একেবারেই খারাপ। অসমে এবার বিজেপিকে চাপে ফেলতে আসরে নামতে চাইছেন অভিষেক। অসমে এখন সফর করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার মাঝে অভিষেকের সফর নিয়ে উতসাহ তৈরি হয়েছে। আরও পড়ুন: মোহালি বিস্ফোরণের জেরে স্বর্ণমন্দিরের শহর অমৃতসরে জারি লাল সতর্কতা
দেখুন টুইট
#TMC National General Secy #AbhishekBanerjee to visit #Assam tomorrow to inaugurate party office and hold party meeting.
— Sreyashi Dey (@SreyashiDey) May 10, 2022
গত মাসে কংগ্রেসের মাপের বড় নেতা রিপুন বোরা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।
এরপর রিপুন বোরাকে (Ripun Bora) অসম তৃণমূল কংগ্রেসের (AITC Assam unit) সভাপতি পদে নিয়োগ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত ১৭ এপ্রিল কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন রিপুন। গত বছর অগাস্টে অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দেন অসমের প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবী। এরপর থেকে অসমে ক্রমশ শক্তি বাড়িয়েছে দিদির দল।
ত্রিপুরার ধাঁচে এবার অসমে তৃণমূলকে মজবুত করতে চাইছেন অভিষেক। বাংলার বাইরে তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়াতে লড়ছেন। প্রথমবার গোয়া বিধানসভা লড়ে ব্যর্থ হয় তৃণমূল। তবে পঞ্জাবে যেভাবে আম আদমি পার্টি সরকার গড়ে, তারপর থেকে ভিন্ন রাজ্যে ভাল ফল করার ব্যাপারে আরও গুরুত্ব দিচ্ছে তৃণমূল।