জোরজুলুম, ক্ষমতার অপব্যবহার একেই বলে হয়তো। সাংসদের গাড়ি টোল প্লাজায় আটকানো হলে গাড়ি থেকে সটান বেরিয়ে এসে টোল কর্মীকে বেধড়ক মার। পূর্ব বর্ধমাননের (East Burdwan) তৃণমূল সাংসদ সুনীল কুমার মণ্ডলের বিরুদ্ধে উঠেছে টোলকর্মীকে মারধর করার অভিযোগ (TMC MP Sunil Mondal Thrashed a Toll Staff)। সেই অভিযোগের সপক্ষে রয়েছে তথ্য প্রমাণ। টোল প্লাজার সিসিটিভি ক্যামেরায় (CCTV) রেকর্ড হয়েছে গোটা ঘটনা। তবে শুরুতে কর্মীকে মারধরের অভিযোগ মানতে চাননি সুনীল (Sunil Mondal)। তাঁর যুক্তি, গাড়ি থেকে নেমে তিনি কর্মীকে গলা টিপে আদর করেছেন। মারেননি।
অন্যদিকে টোলকর্মীর অভিযোগ, তাকে গলাধাক্কা দিয়েছেন সাংসদ। কর্মীর অভিযোগ উড়িয়ে দিয়ে তাঁকে অশিক্ষিত এবং মত্ত অবস্থায় কাজ করছিলেন বলে পাল্টা অভিযোগ তোলেন সুনীল। সাংসদের দাবি, 'আমি গাড়ির পিছনের আসনে বসেছিলাম। গাড়ির সামনে মেম্বার অফ পার্লামেন্টের বোর্ড ছিল। টোলকর্মীকে আমার পরিচয় দেওয়ার পরেও তিনি শোনেননি'। যদিও পরে টোলকর্মীকে ধাক্কা দেওয়ার অভিযোগ স্বীকার করে নিয়েছেন পূর্ব বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল কুমার মণ্ডল (TMC MP Sunil Mondal)। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি জানান, 'আমি ওকে ধাক্কা দিয়েছি। তবে মারধর করিনি। আমি অনুতপ্ত। যা হয়েছে তার জন্যে দুঃখিত'।
ঘটনার সিসিটিভি ফুটেজ...
An employee was assaulted while performing his duties at the toll plaza ! For his crime, he blocked the MP's car. At first he was pushed and fired from his job.#TMC MP Sunil Mondal forgot there is CCTV.
Then Member of parliament says that the boy is illiterate and drunk! pic.twitter.com/MRxaUELkVZ
— Vijay (@Comrade__Vijay) August 4, 2023
বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের (East Burdwan) মঙ্গলকোটে একটি সরকারি অনুষ্ঠানে যাওয়ার পথে পালসিট টোলে আটকানো হয় সুনীল কুমারের গাড়ি। উজ্জ্বল সিংহ নামে টোলের ওই কর্মী সাংসদের গাড়ি আটকান। সেখান থেকেই গোটা ঘটনার সূত্রপাত।