রবিবার সকাল থেকেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। তবে বিকেলের দিকে ফের শুরু হল বুকে ব্যাথা। সেই সঙ্গে শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। তড়িঘড়ি পরিবারের সদস্যরাই তাঁকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে ভর্তি করা হয়েছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন সাংসদ সৌগত রায়। যদিও তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনই মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও আচমকা কেন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
পেসমেকার বসেছিল সৌগত রায়ের বুকে
জানা যাচ্ছে, সম্প্রতি তাঁর শরীরে পেসমেকার বসেছিল। তারপর আচমকা কেন এমন ঘটল তা জানা যাচ্ছে না। পরিবার সূত্রের খবর, গত সোমবার খেকেই অল্পবিস্তর শারীরিক সমস্যা ধরা পড়ছিল সৌগতর। সাংসদের শারীরিক অবস্থার কথা শুনে বেসরকারি হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন প্রচুর কর্মী সমর্থকেরা। তৃণমূলের নেতাদেরও দেখা যাচ্ছে হাসপাতাল চত্বরে।
আগেও অসুস্থ হয়েছিলেন সৌগত রায়
যদিও সৌগত রায়ের শারীরিক অবস্থা বেশ কয়েকবছর ধরেই খারাপ রয়েছে। সম্প্রতি চলতি বছরেই তিনবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। মার্চ মাসে লোকসভায় অধিবেশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেখান থেকেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর গত মাসেও বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। সেই সময় নিজের লোকসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।