Bipin Rawat, Nusrat Jahan (Photo Credit: Instagram/Twitter)

কলকাতা, ৯ ডিসেম্বর: চিফ ডিফেন্স স্টাফ  বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) সহ ১২ জন সেনা কর্মীর মৃত্যুতে যখন গোটা দেশ শোকে মূহ্যমান, সেই সময় আপনি কীভাবে 'ব্রালেটে' ছবি পোস্ট করেন?  আপনি সাংসদ হয়েও এসব ভুলে যান কীবাবে? সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যুর পর এভাবেই কটাক্ষ এবং সমালোচনার মুখে পড়লেন নুসরত জাহান (Nusrat Jahan)। বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পুরনো ছবি শেয়ার করেন নুসরত জাহান। যেখানে ব্রালেটে দেখা যায় তাঁকে। তৃণমূল কংগ্রেস সাংসদের (TMC) ওই ছবি দেখে তাঁকে জোরদার সমালোচনার মুখে পড়তে হয়। বিপিন রাওয়াতের মত্যুতে গোটা দেশ যখন শোক পালন করছে, সেই সময় সাংসদ হয়ে নুসরত কীভাবে ওই ধরনের ছবি শেয়ার করেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। যদিও নুসরত এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি।

দেখুন নুসরতের সেই ছবি...

 

 

View this post on Instagram

 

বুধবার ওই ছবি পোস্টের সঙ্গে সঙ্গে একাধিক কটাক্ষের মুখে পড়তে হয় তৃণমূলের অভিনেত্রী সাংসদকে...

কপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াত তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত (Madhulika Rawat) সহ ১১ জন সেনা কর্মীর মৃত্যুতে উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে। বৃহস্পতিবার সংসদে এমনই জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেনন, চিফ ডিফেন্স স্টাফ (CDS)  বিপিন রাওয়াতের (Bipin Rawat) শেষকৃত্য সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। পাশপাশি কীভাবে ওই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে সমস্ত ধরনের তদন্ত করা হবে বলেও জানান রাজনাথ সিং।

আরও পড়ুন:  IAF Mi-17V5 Helicopter Crash: বরুণ সিংয়ের জীবনমরণ লড়াই, ক্যাপ্টেনকে রক্ষা করতে সব ব্যবস্থা, বললেন রাজনাথ

এদিকে বৃহস্পতিবার বিপিন রাওয়াতের মরদেহ যখন সুলুর এয়ারবেসে নিয়ে আসা হয়, সেখানে সাধারণ মানুষ তাঁদের শেষ শ্রদ্ধা জানান। বিপিন রাওয়াত সহ ১১ জন সেনা কর্মীর মরদেহ এয়ারবেসে ঢুকতেই 'ভারত মাতা কী জয়' স্লোগান উঠতে শুরু করে।