Madan Mitra (Photo Credit: Madan Mitra/Facebook)

কসবা গণধর্ষণকাণ্ড নিয়ে বেলাগাম মন্তব্যের জেরে বিপাকে পড়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। রবিবার দলের তরফ থেকে তাঁকে শোকজ করা হয়েছে। আগামী তিনদিনের মধ্যে তাঁকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে দলীয় নেতৃত্ব। এদিকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কসবার ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিল। তবে তাঁকে শুধু তিরস্কার করা হয়। যা নিয়ে পাল্টা মুখ খুলেথেন খোদ সাংসদ। ফলে এই নিয়ে আলাদা রাজনীতি শুরু হয়েছে তৃণমূলের অন্দরে।

শোকজ নিয়ে মন্তব্য করলেন না মদন মিত্র

যদিও শোকজ প্রসঙ্গে আপাতত মুথে কুলুপ এঁটেছেন মদন মিত্র। এদিন দমদম ব্যারাকপুর সাংগঠনিক সভা হয় টিটাগরের দলীয় কার্যালয়ে। যেখানে হাজির ছিলেন কামারহাটির বিধায়ক। সেখানেই শোকজ প্রসঙ্গে মদন বলেন, “এখনও পর্যন্ত আমি দলের তরফে কোনওকিছুই পাইনি। এটা দল এবং আমার ব্যাপার। দলের সঙ্গে কথা বলব। এটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। প্রকাশ্যে কিছু জানাব না। দলকেই যা জানানোর জানাবো”।

দেখুন মদন মিত্রর মন্তব্য

কসবাকাণ্ড নিয়ে মদন মিত্রর বিতর্কিত মন্তব্য

প্রসঙ্গত, কসবাকাণ্ডে নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মদন বলেছিলেন, “ওইসময় যদি না যেত, তাহলে ঘটনাটি ঘটত না। কিংবা যাওয়ার আগে কাউকে জানিয়ে যেত বা দু-চারজন বন্ধুকে নিয়ে যেত তাহলে এই ঘটনা ঘটত না”। কামারহাটির বিধায়কের এহেন মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয় রাজনৈতিক মহলে। যদিও তৃণমূলের তরফ থেকেও তাঁর এই মন্তব্যের বিরোধীতা করা হয়।