মিহির গোস্বামী (Picture Credits: Twitter)

নতুন দিল্লি, ২৭ নভেম্বর: আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগ করলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami)। কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের সঙ্গে আজই দিল্লি পৌঁছন তিনি। মাসখানেক ধরেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল। এর আগে সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেন তিনি। রবীন্দ্র ঘোষ, অনন্ত রায় বর্মনের চেষ্টাতেও তাঁকে আটকে রাখা যায়নি। ইতিমধ্যে তিনি দিল্লি পৌঁছে গিয়েছেন। মূলত পিকে'র সঙ্গে তাঁর বনিবনা হয়নি বলেই মনে করা হচ্ছে, তাঁর ফেসবুক পোস্ট থেকে এমনটাই ইঙ্গিত পাওয়া যায়। খবর অনুযায়ী আজই বিজেপিতে যোগ দেবেন তিনি।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিকেলে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা ঘোষণা করেন মিহির গোস্বামী। বিবৃতিতে দলের সঙ্গে তাঁর দীর্ঘ ২২ বছরের সম্পর্ক কথা উল্লেখ করে ক্ষোভ উগরে দেন। তিনি বলেছেন,'জেলায় জেলায় বারবার অপমানিত হয়েছি। দলের রাজ্য নেতৃত্ব তাতে নীরব ও প্রচ্ছন্ন মদত জুগিয়ে গিয়েছে। দলনেত্রীকে সে সব কথা জানিয়েও অবস্থার পরিবর্তন হয়নি। আজ সব সহ্যের সীমা অতিক্রম করার সময়েও দেখেছি নেত্রী একইরকমের আশ্চর্য নীরবতা পালন করেছেন। সম্ভবত তিরস্কার-বহিস্কারের ক্ষমতাও তাঁর লুপ্ত হয়েছে। দলের চালক সিটে তিনি আর নেই। আজ এই তৃণমূল দলের সঙ্গে যাবতীয় সম্পর্কের অবসান ঘটিয়ে প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিলাম।' আরও পড়ুন, হাইওয়ের উপর হাই-ভোল্টেজ তারের সংস্পর্শে বাস; ঝলতে মৃত্যু ৬ জনের, আহত একাধিক

সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন তিনি। দেখা করার পরেই তাঁর বিজেপিতে যোগদান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজকেই তিনি সম্ভবত দিল্লিতে যোগদান করতে পারবে অথবা কলকাতাতে দুদিন পরে যোগদান করতে পারেন বিজেপিতে। এই বিষয় তিনি আগেই জানান, "আমি মানসিকভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি। আমি আর তৃণমূলের বোঝা হয়ে থাকতে চাই না। দলের নেত্রী যদি আমাকে বিধায়ক পদ ছেড়ে দেওয়ার জন্য বলেন তবে নিশ্চয় আমি সেই পদ ছেড়ে দেব।"