বিগত কয়েকবছরে বাংলার রাজনীতি অনেকটাই বদলেছে। একটা সময় জয় শ্রী রাম শুনলেই যাঁরা রেগে লাল হয়ে যেতেন যাঁরা, তাঁরাই এখন নিজেরাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছেন। শুধু তাই নয়, রামনবমীর মিছিলেও হাঁটতে দেখা যাচ্ছে তাঁদের। হ্যাঁ, কথা হচ্ছে তৃণমূল নেতৃত্বকে নিয়েই। তবে এখন বদলেছে সময়। ভোটব্যাঙ্কে হাতে রাখতে এখন যে রামনাম তাঁদেরও মুখে থাকতে হবে সেটা তাঁরা ভালোই বুঝেছে। সেই কারণেই রবিবার সকালে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রামনবমীর মিছিলে হাঁটলেন খোদ কুণাল ঘোষ (Kunal Ghosh)।
উত্তর কলকাতায় রামনবমীর মিছিল
উত্তর কলকাতায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেরিয়েছিল রামনবমীর শোভাযাত্রা। যেখানে যোগ দিয়েছিলেন খোদ কুণাল ঘোষ। মিছিলে যোগ দিয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজনও। শোভাযাত্রায় যোগ দিয়ে কুণাল বলেন, "এটা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উৎসব। আমরা যেমন ইদে মুসলিম ভাইদের আমন্ত্রণে যাই, সামিল হই। তাই তাঁরাও আমাদের সঙ্গে শোভাযাত্রায় যোগ দিয়েছেন। আমরা ইদও যেমন সবাই মিলে পালন করি, তেমনই রামনবমীতেও সবাই যোগ দেন"।
দেখুন কুণাল ঘোষের বক্তব্য
#WATCH | Kolkata: TMC leader Kunal Ghosh says "This is a festival of communal harmony. During Eid, Muslim bothers invite us and we participated in the Eid Milan. In today's Shobha Yatra, Muslims have also participated. People's beliefs can be different, but when we are coming on… https://t.co/WuzpO4Kxhu pic.twitter.com/ElbAlbOb0M
— ANI (@ANI) April 6, 2025
রাজ্যজুড়ে পালন হচ্ছে রামনবমী
প্রসঙ্গত, রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তেই উদযাপিত হচ্ছে রামনবমী। রাজ্যবাসী স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছেন এই উৎসবে। কোথায় সেভাবে কোনও অশান্তি লক্ষ্য করা যায়নি। প্রতিটি জায়গাতেই মোতায়েন রয়েছে পর্যাপ্ত পরিমাণের পুলিশ।