কলকাতা, ৬ এপ্রিল: গরু পাচারকাণ্ডে হাজিরা দিতে বীরভূম (Birbhum) থেকে কলকাতায় হাজির অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বুধবার অনুব্রত মণ্ডল চিনার পার্কের বাড়ি থেকে বের হন। চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে অনুব্রত নিজাম প্যালেসে হাজির হবেন বলে মনে করা হয়। তবে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে নিজাম প্যালেসে না পৌঁছে অনুব্রত মণ্ডলের গাড়ি পৌঁছে যায় এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে আপাতত ভর্তি রয়েছেন তৃণমূল কংগ্রেস (TMC) নেতা। বাড়ি থেকে বেরিয়ে নিজাম প্যালেসে যাওয়ার সময় অসুস্থতবোধ করেন অনুব্রত। এরপরই গাড়ি ঘুরিয়ে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) তিনি পৌঁছে যান বলে জানা যায়।
এসএসকেএম হাসপাতালে ভর্তির পর তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতির চিকিৎসা শুরু হয়েছে বলে খবর।
আরও পড়ুন: Karnataka Hijab Row: কর্ণাটকের হিজাব বিতর্কে আল কায়দার ভিডিয়ো, মুসকানের প্রশংসায় জোয়াহিরি
গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদের মুখে হাজির হতে হবে অনুব্রত মণ্ডলকে। সম্প্রতি গরু পাচারকাণ্ডে রক্ষাকবচ মেলেনি অনুব্রতর। তারপর থেকেই জল্পনা শুরু হয় বিষয়টি নিয়ে। ৬ এপ্রিল অনুব্রত মণ্ডল সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সামনে হাজির হন কি না, সেদিকেই নজর ছিল গোটা রাজ্যের।