Photo Credits: ANI

কলকাতা: কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে না। এই অভিযোগে সোমবার ও মঙ্গলবার দু-দিন দিল্লিতে (Delhi) বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস। রবিবার এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC General Secretary Abhishek Banerjee) কেন এই বিষয়ে এখনও পর্যন্ত একটাও জনস্বার্থ মামলা (PIL) হয়নি তা নিয়ে প্রশ্ন তুললেন। নাম না করে তোপ দাগলেন বামপন্থীদের দিকেও।

এপ্রসঙ্গে তিনি বলেন, "যারা এখন ও তখন সবসময় হাইকোর্টে (High Court) জনস্বার্থ মামলা করে তাদের জন্য বলছি। আজকে পিআইএল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের (Public Interest Litigation) জায়গায় শব্দটির মানে বদলে গিয়ে পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন (Political Interest Litigation) হয়ে গেছে। আমি তাদের প্রশ্ন করতে চাই, যে শ্রমিকরা ১০০ দিনের কাজ করেও ২ বছর ধরে টাকা পাচ্ছেন না কেন? কেন এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও জনস্বার্থ মামলা দায়ের হয়নি?"

পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "আমরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দিল্লি যাচ্ছি। এই ১০০ দিনের কাজের টাকা গরিব মানুষদের। আর সেই টাকা তাঁদের না দিয়ে অবিচার (injustice) করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে ওদের টাকা দিতেই হবে।"

রাজ্যের আরেক মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেন, "গতকাল অভিষেক ব্যানার্জি কেন্দ্রকে বলেছেন তোমরা আমাদের উপর প্রচুর মিথ্যা অভিযোগ (numerous allegations) আনতে পারো, কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে অবিচার করতে পারো না। এটা খুবই ভালো বিষয় যে সমস্ত তৃণমূল নেতা-নেত্রীরা দিল্লিতে গিয়ে এই বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন।" আরও পড়ুন: TMC Bus Accident: দুর্ঘটনার কবলে তৃণমূল কর্মীদের দিল্লিগামী বাস, ঘটনার নিন্দায় শাসক দলকে আক্রমণ সুকান্তের

দেখুন ভিডিয়ো: