কলকাতা, ২৬ এপ্রিল: উত্তরপ্রদেশের প্রয়াগরাজ্যে একই পরিবারের পাঁচ জনের নৃশংস হত্যার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি লেখার ঘটনায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রয়াগরাজের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হওয়ায় তৃণমূলকে কটাক্ষ করে নন্দীগ্রামের বিজেপি বিধদায়ক বললেন, রাজ্যেরক শাসক দলকে ভোট পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ক্ষমা চাওয়ার।'
বীরভূমে বাগটুইয়ে নৃশংসা ঘটনার জেরে তৃণমূলকে চেপে ধরেন শুভেন্দুরা। তারই পাল্টা যোগী রাজ্যে প্রয়াগরাজের ঘটনায় বিজেপি-কে চাপে রাখছে তৃণমূল। আরও পড়ুন: কালিয়াচক বিস্ফোরণের তদন্ত করুক NIA, কলকাতা হাইকোর্টে আবেদন আইনজীবীর
দেখুন টুইট
West Bengal | TMC delegation met NHRC on Prayagraj incident, they should have apologised to NHRC for post-poll violence in Bengal: BJP leader Suvendu Adhikari pic.twitter.com/j9YqkXBRTW
— ANI (@ANI) April 26, 2022
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচ সদস্যকে খুনের ঘটনায় এবার জাতীয় মানবাধিকার কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। মানবাধিকার কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছ এই কাণ্ডে FIR- এ ইচ্ছাকৃতভাবে ধর্ষণের বিষয়টি চেপে যাওয়া হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল। মানবাধিকার কমিশনকে উদ্দেশ্য করা তৃণমূলের চিঠিতে লেখা হয়েছে, ' উত্তরপ্রদেশে প্রয়াগরাজে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পুলিসের FIR চরম গাফিলতির বিষয়টি উঠে এসেছে।
পরিবারের সদস্য সুনীল যাদব যে সমস্ত অভিযোগ করেছেন, তাদের অধিকাংশই ইচ্ছাকৃতভাবে FIR থেকে বাদ দিয়েছে পুলিস। সুনীলের স্ত্রী ও বোনের বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অনুমান, ওই দু’জনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কিন্তু এই ধর্ষণের বিষয়টিরও FIR-এ উল্লেখ নেই। নিহতদের পরিবারের অভিযোগ, এই বিষয়টি বারবার উল্লেখ করা হলেও পুলিস তা এফআইআরে রাখেনি।