দিনকয়েক আগেই নারকেলডাঙায় (Narkeldanga) একটি বসতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরেরদিন সকালে মেয়র ফিরহাদ হাকিম ঘটনাস্থলেে যেতেই স্থানীয় বাসিন্দারা তাঁর কাছে স্থানীয় কাউন্সিলর শচিন সিংয়ের নামে অভিযোগ করেন। এমনকী মেয়র ঘটনাস্থল ছেড়ে চলে গেলে বাসিন্দারা প্রতিবাদ শুরু করেন। পরবর্তীকালে কাউন্সিলর ও তাঁর অনুগামীরা গেলেও বিক্ষোভের মুখে পড়েন। আর সেই নিয়ে নারকেলডাঙা থানার সামনে হুলুস্থুল কাণ্ড বাধে। এবার এই ঘটনার পর ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে শোকজ করল দল। জানা যাচ্ছে, বুধবার বিকেলের দিকে শচিনের হাতে পৌঁছায় কারণ দর্শানোর ওই চিঠি।

ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী

আগামী ৫ দিনের মধ্যে শোকজের উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল কাউন্সিলর দলের মুখ্য সচেতক তথা ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। শোকজের জবাব পাওয়ার পর তার ওপর ভিত্তি করে কাউন্সিলর শচিন সিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, নারকেলডাঙায় অগ্নিকাণ্ড সংক্রান্ত খবরের ওপর প্রথম থেকে নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বাসিন্দারা যেভাবে ৩৬ নম্বর কাউন্সিলরের ওপর ক্ষোভ দেখিয়েছেন, তাও নজরে আসে তাঁর। সেই কারণে এই নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট রয়েছেন দলনেত্রী।

অগ্নিকাণ্ডে পুড়ে ছাঁই একাধিক ঝুপড়ি

প্রসঙ্গত, দিনকয়েক আগে এই এলাকায় বসতিতে আগুন লাগে। কমপক্ষে ৬০টি ঝুপড়ি আগুনে ভষ্মীভূত হয়। মৃত্যু হয় একজনের। এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকাতেই একটি কারখানা রয়েছে, যার কারণে এই ঘটনাটি ঘটেছে। আর এই কারখানা নিয়ে আগে থেকেই আপত্তি জানিয়েছিলেন তাঁরা।