ফের গোষ্ঠীদন্দ্বের ছবি দেখা গেল ঘাটালে (Ghatal)। খোদ তৃণমূল কংগ্রেস সাংসদ দেবের সামনেই চলল দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। এই ঘটনায় দুই পক্ষেরই একাধিক তৃণমূল সমর্থক আহত হয়েছে। তাঁদের ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। তাঁদের ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘিরে এখনও উত্তপ্ত গোটা এলাকা। জানা যাচ্ছে, অরবিন্দ স্টেডিয়ামের শিশুমেলা নিয়ে রবিবার বৈঠক চলছিল। তখনই প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীর সঙ্গে সাংসদ দেবের অনুগামীর মধ্যে বচসা শুরু হয়।
আর সেই বচসাই তীব্র আকার ধারণ করে। জানা যাচ্ছে, দুই পক্ষের মধ্যে হাতাহাতিই ভয়ঙ্কর আকার ধারণ করে। আর এই ঘটনায় দুই পক্ষেরই একাধিক কর্মী সমর্থক আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এর আগেও শঙ্কর ও দেবে মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। এমনকী এই ঘটনার জন্যই গত লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে লড়তে চাইছিলেন না দেব। এমনকী এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কথাও হয় তাঁর। তবে মুখ্যমন্ত্রীর অনুরোধে এবারেও নির্বাচনে লড়েন দেব।