রায়গঞ্জে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: Twitter)

বাঁকুড়া, ১৬ মার্চ: রাজ্যের বিধানসভা নির্বাচন (WB Assembly Elections 2021) একেবারে দরজায় কড়া নাড়ছে। গতকাল পুরুলিয়ায় জোড়া সভা করার পর আজ বাঁকুড়ায় তিনটি রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর সোমবারই প্রথম হুইল চেয়ারে বসে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার ঝালদা ও বলরামপুরে জনসভা করেন তিনি। সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মমতা। বলেন, “আদিবাসীদের বাড়িতে বাইরে থেকে খাবার এনে খান বিজেপি নেতারা। রথযাত্রায় বিজেপি নেতারা খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আমরা ভাঙা পা সেরে যাবে। তবে বিজেপির পা বাংলায় পড়বে না।” আজ বাঁকুড়ায় যাচ্ছেন মমতা। গতকাল সেখানেই জনসভা করে গেছেন বিজেপি নেতা অমিত শাহ। আরও পড়ুন-Boris Johnson to Visit India: এপ্রিলের শেষেই ভারতে আসছেন বরিস জনসন

রানিবাঁধের সভামঞ্চ থেকে অমিত শাহ বলেন, “ গত ১০ বছরে দিদি যেভাবে বাংলা চালালেন, তাতে এই রাজ্যের অবস্থা আরও খারাপ হল। এবার বিজেপিকে জেতান। নরেন্দ্র মোদির নেতৃত্বে সোনার বাংলা গড়ব।” এমনিতেই পুরুলিয়ার সাতটি বিধানসভা আসনে তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে বিজেপি। এমনকী, পুরুলিয়া লোকসভা আসনটি বিজেপির দখলে। এমতাবস্থায় আজ হুইল চেয়ারে বসে বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়াবাসীর উদ্দেশে কী বলেন। সেটাই এখন দেখার।

তবে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম নিয়ে সবথেকে বেশি ভাবছেন বাংলার অগ্নিকন্যা। তাইতো আগামী শনিবার রবিবার থাকবেন নন্দীগ্রামে। হুইল চেয়ারের বাধ্য বাধ্যকতা নিজের বিধানসভা কেন্দ্রের ভোটারদের কাছে পৌঁছাতে অন্তরায় হবে না। পুরোদমে চলবে প্রচার। পিসির পর আজ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় সভা করবেন। বিরোধী বিজেপিকে তৃণমূলের এই দুই নেতৃত্ব ঠিক কীভাবে আক্রমণ করবেন তাই দেখার অপেক্ষায় রাজ্যের আমজনতা।