বিষ্ণুপুর, ২৪ মার্চ: “কীসে রান্না করেন, কেরোসিন না গ্যাসে। কেরোসিন পাওয়া যাচ্ছে না। গ্যাস ছিল দু’শো টাকা, হল ন’শো টাকা। ভোট পাওয়ার জন্য একশো টাকা কমাবে। তারপর বাড়িয়ে দেবে। চাল ফোটাবেন না বিজেপিকে ফোটাবেন? কোনটা করবেন? দু’টো গ্যাসের দাম আঠেরোশো টাকা। পাঁচ হাজার টাকা মাইনে পেলে গ্যাসেই আঠেরোশো চলে গেল। বলুন, গ্যাস বিনা পয়সায় দিতে হবে, তারপর ভোট চাও। প্রধানমন্ত্রীর চেয়ার আগে সম্মান করতাম। মোদির মতো এত বড় মিথ্যাবাদী আমি দেখিনি। বহিরাগত গুণ্ডা কারা? উত্তরপ্রদেশের পুলিশ আজ চাকরি ছেড়ে দিচ্ছে বিজেপির অত্যাচারে।” বাঁকুড়ার বিষ্ণুপুরের জনসভা থেকে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরও পড়ুন-WB Assembly Elections 2021: ‘তৃণমূলের খেলা শেষ, বিকাশ শুরু’; কাঁথিতে নরেন্দ্র মোদি
এদিন মমতা বলেন, “‘নরেন্দ্র মোদিকে গ্যাসও বিনামূল্যে দিতে হবে। বিজেপির প্রতিশ্রুতির ১৫ লক্ষ টাকা পেয়েছেন? আমি যা বলেছি, সেটা করেছি, বিজেপি কিছুই করতে পারেনি। নরেন্দ্র মোদির মতো মিথ্যে কথা আমরা বলি না। বিজেপি বলছে সপ্তম পে কমিশন হবে। অথচ সব বেসরকারি হাতে তুলে দিচ্ছে, সব বিক্রি করে দিচ্ছে। বিজেপি দুর্যোধন, দুঃশাসনের দল, সিপিএম বিজেপিকে নিয়ে এসেছে। আমাদের দু-একটা গদ্দার বিজেপিতে গেছে। যাও চলে যাও, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। ২৯১ আসনেই আমাকে ভোট দিন। বহিরাগত গুন্ডা কাদের বলি? উত্তরপ্রদেশের গুন্ডাদের সাজিয়ে পাঠাচ্ছে। কপালে তিলক কেটে, পান চিবোতে চিবোতে বাংলার সংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে। বহিরাগত গুণ্ডা কারা? উত্তরপ্রদেশের পুলিশ আজ চাকরি ছেড়ে দিচ্ছে বিজেপির অত্যাচারে। কত মেয়েকে পুড়িয়ে দিয়েছে। বাবা-মাকে অত্যাচার করতে গেছে। বাঁকুড়ায় এসে পাঁচতারা হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসে বলছে তফসিলিদের বন্ধু। তফসিলি, আদিবাসী, সংখ্যালঘুদের অত্যাচার করো তোমরা।”