কলকাতা, ২২ এপ্রিল: মদন মিত্র পরে এবার সাধন পাণ্ডে। শ্বাসকষ্ট জনিত সমস্যা অনুভব করায় বৃহস্পতিবার সকালে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডেকে (Sadhan Pande) ভর্তি করা হল হাসপাতালে। গতকাল বুধবার তিনি কোভিডের প্রতিষেধক নিয়ছেন। তারপর প্রচারেও যান। বৃহস্পতিবার সকালে আচমকা অসুস্থ বোধ করলে বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে কিছুক্ষণ কাটানোর পর বাড়ি ফিরেছেন সাধুনবাবু। চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন। সত্তরোর্ধ্ব তৃণমূল নেতা এবার মাণিকতলার প্রার্থী। আগামী ২৯ এপ্রিল ভোট। তার আগে জমিয়ে চলছে প্রচার। এরমধ্যে সাধনবাবুর অসুস্থ হওয়ার খবরে তৃণমূল শিবিরে চাঞ্চল্য ছড়ায়লেও চিকিৎসকদের বক্তব্য শোনার পর তা অনেকটাই কমেছে। আরও পড়ুন-WB Assembly Elections 2021: লালকুঠিতে রাজ চক্রবর্তীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান বিজেপির
সাধন পাণ্ডেকে চিকিৎসকরা বিশ্রাম নিতে বললেও প্রবীণ তৃণমূল নেতা ভোটের আগে বাড়ি বসে থাকতে নারাজ। এদিকে গতকাল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএমে ভর্তি হয়েছেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। খড়দাহর তৃণমূল প্রার্থীর শরীরেও বাসা বেঁধেছে মারণ রোগ। কোভিড পজিটিভ হওয়া বহরমপুরের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। এদিকে আজই মারা গেলেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরির ছেলে আশিস। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।