বন্যপ্রাণী প্রেমীদের জন্য দারুণ সুখবর। সুন্দরবনে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা। বাঘ সুমারিতে সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা যাচ্ছে সুন্দরবনে ১৫০টি-র মত রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। যদিও চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করবে কেন্দ্রীয় সরকার।
২০১৮ সালে শেষবার হওয়া বাঘ সুমারিতে দেখা গিয়েছিল সুন্দরবনে ১১২টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। তার মানে গত পাঁচ বছরে সুন্দরবনে ৩৮টির মত বাঘ বাড়তে পারে। যদিও সরকারী তথ্য এখনও প্রকাশিত হয়নি। বাঘ বাঁচাও প্রকল্পের ৫০ বছর পূর্তিতে সুন্দরবনে যেভাবে বাঘের সংখ্য়া বেড়েছে তাতে দারুণ খুশি কেন্দ্র। রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, জাতীয় স্তরে বাঘ প্রজেক্টের সফলতার পিছনে সুন্দরবন মডেলের বড় ভূমিকা রয়েছে। সুন্দরবনে বাঘদের জন্য সংরক্ষিত এলাকার বৃদ্ধি ও প্রাকৃতিক খাদ্যের জোগান বৃদ্ধিতে জোর দিচ্ছে রাজ্য সরকার।
দেখুন টুইট
Tiger population in #WestBengal's Sunderbans expected to go up to 150
Read: https://t.co/mbiwjFRdJy pic.twitter.com/qclpSRx2pH
— IANS (@ians_india) April 8, 2023
দেশের যে ১৭টি বাঘ সংরক্ষণ কেন্দ্রের CAITS আন্তর্জাতিক স্বীকৃতি আছে তার মঘ্যে সুন্দরবন একটি প্রসঙ্গত, ২ ০১৮ সালের সুমারিতে দেখা গিয়েছিল ভারতে মোট ২ হাজার ৯৬৭টি বাঘ রয়েছে। যেটা ২০০৬-তে ছিল মাত্র ১৪১১টি। এবার ২০২৩-এ সেই সংখ্য়াটা কোথায় যায় সেটাই দেখার।