কলকাতায় বৃষ্টির আশা নেই (Photo Credit: Wikimedia Commons)

১৭মে, ২০১৯:‌ রাজ্যে বর্ষা(Rain) আসতে এখনও কমপক্ষে দুই সপ্তাহ দেরি। এরই মধ্যে গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এই গরমেই মানুষকে লোকসভা ভোটের লাইনে দাঁড়াতে হয়েছে। চল্লিশ ডিগ্রি ছুঁইছুঁই গরমে ফের ভোটের লাইনে দাঁড়ানোর কথা ভেবেই আঁতকে উঠছেন মানুষ। তবে, আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখি। আবহাওয়া দফতর সূত্রে খবর শুক্রবার মুর্শিদাবাদ (Murshidabad)ও নদিয়ায় (Nadia)বজ্রবিদ্যুৎ(Thunderstorm)-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় আসতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর।

কলকাতায় অবশ্য বৃষ্টির আশা নেই। ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে জানিয়েছে নেই বলে মনে করছে হাওয়া অফিস। এর ফলে কলকাতা (Kolkata)ও সংলগ্ন এলাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দাপট বাড়ছে শুকনো গরমের। গত সোম ও মঙ্গলবারে স্বল্প সময়ের কালবৈশাখি ফলে স্বস্তি পেয়েছিল শহরবাসী। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করেছে এই গরম বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।