জন্মের পর অন্যত্র সরাতে গিয়ে ভুল করে ঘাড়ে দাঁত বসে গিয়েছিল শাবকদের শরীরে। আর সেই কারণেই মৃত্যু হল তিন শাবকের। এরমধ্যে দুই শাবক আগেই মারা গিয়েছিল। তবে তৃতীয়জনের চিকিৎসা চলছিল। সাফারি পার্ক কর্তৃপক্ষ যতাসাধ্য চেষ্টা করেছিল। তবে শনিবারই তাঁর মৃত্যু হয়। জানা যাচ্ছে, গত সপ্তাহেই মা বাঘ (Royal Bengal Tiger) রিকা তিন সন্তানের জন্ম দিয়েছিল। তবে সম্প্রতি নাইট শেল্টারে তিনজন সাবককে গুরুতর জখম অবস্থায় পাওয়া যায়। পার্কের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখে দুজন মারা গিয়েছে। এবং একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে শনিবারেই তাঁর মৃত্যু ঘটে।
সাফারি পার্কে শিলা (আরেকটি রয়েল বেঙ্গল টাইগার) হচ্ছে সবথেকে বেশি অভিজ্ঞ। সে নিজের সন্তানদের সুরক্ষিতই রাখে। সেই তুলনায় রিকা অনেকটাই অনভিজ্ঞ। তাই প্রথমদিকে সন্তান প্রসবের পরেই নাইট শেল্টারে পর্যবেক্ষণে রাখা হয়ছিল শাবকদের। তবে সম্প্রতি পদ্ধতি অনুযায়ী মায়ের কাছে রাখা হয়। আর তারপরেই ঘটল বিপত্তি। জানা যাচ্ছে, শাবকদের চামড়া পাতলা হওয়ার কারণে মুখে করে সাবধানতার সঙ্গে একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় মা বাঘ। কিন্তু এক্ষেত্রে তিনজনেরই দেহে দাঁত পড়েছে। যে কারণে মৃত্যু হয়েছে তাঁদের। এই ঘটনার পর শোকের ছাঁয়া শিলিগুড়ি সাফারি পার্কের কর্মীদের মধ্যে।