মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে কাকদ্বীপে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বলা বাহুল্য, এই সভার মাধ্যমেই তিনি নির্বাচনী প্রচারে বঙ্গ সফর শেষ করছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচন অন্যবারের থেকে অনেকটাই আলাদা। এই নির্বাচনে কন্যাকুমারী থেকে কাশ্মীরের প্রতিটা মানুষ নেতৃত্ব দিয়েছেন। কারণ তাঁরা দেখেছে ৬০ বছরে যে উন্নয়ন হয়নি সেটা ১০ বছরেও করা সম্ভব হয়েছে। মানুষ নিজেদের ভালো দেখতে পেরেছে।
এদিনও সভামঞ্চ থেকের রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, "রাজ্যে সবজায়গায় কাটমানি চলছে। কেন্দ্রীয় প্রকল্পের যে টাকাগুলি পাঠানো হয় সেই টাকা তৃণমূলের নেতাদের পকেটে ঢোকে। আবাস যোজনাা, মিড ডে মিল সবকিছু থেকেই কাটমানি নেওয়া হচ্ছে। এই তৃণমূল বাংলার পরিচয় নষ্ট করছে। এদের ভোট না দিয়ে সাফাই করতে হবে। এদের এভাবেই সাজা দিতে হবে"।
কাটমানির পাশাপাশি ওবিসি সংরক্ষণ নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি দাবি করেন, "ওবিসি প্রাপকদের সমস্ত সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে অন্য সম্প্রদায়ের মানুষদের। এটা তৃণমূল সরকারই করছে। সিএএ অধিকার কেড়ে নেওয়ার জন্য করা হচ্ছে না, বরং এটা অধিকার পাইয়ে দেওয়ার একটি পদক্ষেপ"।